বাংলা হান্ট ডেস্ক: রান্নাঘরে তেলচিটে দাগ থাকাটা খুব স্বাভাবিক। কারণ রান্না করতে গেলে তেল ছিটবে এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সেখানে শুধুমাত্র জল দিলেই যে সেই দাগ উঠে যাবে তা কিন্তু কখনোই হয় না। অনেক সময় সাবান বার দুইটার জয়েন্ট পাউডার ও ব্যবহার করেন এই দাগ তোলার জন্য (Cleaning Tips)। তবে জল সাবানে যে সব দাগ উঠে যায় তা কিন্তু নয়। আপনি জল ও সাবান বাদ দিয়েও আরও এমন কিছু উপকরণ আছে যা ব্যবহার করে এই তেলচিটে ভাব আপনি সহজে তুলতে পারবেন।
রান্নাঘরের তেলচিটে দাগ কমাবে এই ৩ উপাদান, জানুন ঘরোয়া টোটকা (Cleaning Tips)
রান্নাঘরের তেল চিপে দাগ তোলার জন্য ব্যবহার করতে পারেন বাসন মাজার সাবান। তবে কাঠের তৈরি ক্যাবিনেট, ড্রয়ার বা তাকগুলো অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। এমন কি আসবাবপত্রের রং ও ফিকে হয়ে ওঠে। তাই একমগ জলে বাসন বাজার সাবান ভালোভাবে গুলে নিন (Cleaning Tips)। এরপর সেটি নরম কাপড় বা স্পঞ্জ ডুবিয়ে রান্নাঘরের দেওয়াল ও আসবার পত্র মুছে নিন। এতে দেখবেন আপনার জিনিসগুলো থেকে তেলচিটে ভাব দূর হয়ে গেছে।

আরও পড়ুন: প্লেটলেট কমে যাচ্ছে বারবার? আপনার খাদ্য তালিকায় রাখুন এই পুষ্টিকর খাবারগুলো
অথবা ব্যবহার করতে পারেন ভিনিগার। জল ও ভিনিগারের পরিমাণ রাখুন ২:১ অনুপাতে। এটি রান্না ঘরের দাগ দূর করতে সাহায্য করে। এর জন্য মিশ্রণটি প্রথমে কাপড়ে ভিজিয়ে নিন। দাগগুলো মুছতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন রান্না ঘরের কেবিনেট এর দাগ উঠে গেছে।
দাগ দূর করতে সাহায্য করে ব্রেকিং সোডা। এর জন্য জল ও ব্রেকিং সোডার একটি মিশ্রণ তৈরি করুন। তারপর রান্নাঘরে যে যে জায়গায় তেল চিটে ভাব সৃষ্টি হয়েছে সেখানে এই মিশ্রণটি দিয়ে ভালোকরে ঘষুন। দেখবেন তেলচিটে ভাব দূর হয়ে যাবে।
আর আপনার রান্নাঘরের দাগ যদি খুব পুরনো না হয়ে থাকে। তাহলে আপনি শুধুমাত্র গরম জল দিয়ে ভালোভাবে মুছলে পড়ে সেই দাগ উঠে যাবে। তাই কোথাও কোন তেলের দাগ দেখতে পেলে সঙ্গে সঙ্গে গরম জল দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করুন। দেখবেন নিমেষে দাগ উঠে যাবে (Cleaning Tips)।












