বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শেষে কিছুটা কমল সোনার দাম (Gold Price)। এর আগে বেশ কিছুটা কমেছিল সোনার দাম। তবে বিয়ের মরশুমে সোনার দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস।
সপ্তাহের শেষে বাজারে হলুদ ধাতুর দর কত জানুন? (Gold Price)
চলছে বিয়ের মরশুম। তার মাঝে সোনার দাম (Gold Price) কমায় কিছুটা হলেও রেহাই পেয়েছে সাধারন নাগরিকরা। তবে মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহে জুন মাসের মাঝামাঝি সময়ে সোনার দাম অনেকটাই বেশি ছিল। কিন্তু, ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা স্থগিত হয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা স্থগিত হওয়ার ফলেই সোনার দাম কমছে বলে মনে করছে জনসাধারণ। দেখে নিন আজকের রেট।

আরও পড়ুন: রবিবার সকালে ব্লু লাইনে ফের বিপত্তি! ১ ঘণ্টার বন্ধ মেট্রো পরিষেবা, বিপাকে যাত্রীরা
আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১৭৮৫টাকা (-২২০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৭৮৫০টাকা (-২০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৪০০টাকা (-২৩০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৪০০০টাকা (-২৩০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২৩৪০টাকা (-২৩০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২৩৪০০টাকা (-২৩০০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৫৬৩০(-৫৫০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৫৬৩০০(-৫৫০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৫৬২০টাকা (-৫৫০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৫৬২০০টাকা (-৫৫০০)।
এই সোনার দাম কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) বাড়তে পারে। এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।












