বাংলাহান্ট ডেস্ক : স্বামীকে হারিয়েছেন গত বছর। তিন সন্তানের পাশাপাশি প্রায় পঞ্চাশ হাজার কর্মীর দায়িত্ব এই মহিলা শিল্পপতির ঘাড়ে। ৭০ বছর বয়সী ব্যবসায়ী রেণুকা জগতিয়ানি সবটাই সামলাচ্ছেন সমান তালে। রেণুকা ল্যান্ডমার্ক গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও। রেণুকা জগতিয়ানির কর্মদক্ষতা ও সুনেতৃত্বে আজ এই সংস্থা আধিপত্য স্থাপন করেছে বাজারে।
চলতি বছরের বিলিনিয়ারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। গোটা বিশ্বের ধনীদের এই তালিকায় জায়গা করে নিয়েছেন ২৫ ভারতীয়। এই ভারতীয় ধনুকুবেরদের তালিকায় নাম রয়েছে রেনুকা জগতিয়ানির। স্বামী মিকি জাগতিয়ানির গত বছর মৃত্যুর পর এই সম্পত্তি রেণুকা উত্তরাধিকার সূত্রে পান।
আরোও পড়ুন : গরমের ছুটিতে খুব সহজেই চলে যান সিকিম! চালু হল কলকাতা-পাকিয়ং বিমান পরিষেবা, দেখুন সময়সূচি
বর্তমানে এই ব্যবসার মূল্য ৪০ হাজার কোটি টাকারও বেশি। রেণুকা জগতিয়ানির স্বামী প্রয়াত মিকি জগতিয়ানির কোনও ব্যবসায়ী পরিবারের সন্তান ছিলেন না। তিলে তিলে তিনি এই ব্যবসা গড়ে তোলেন। মিকি পড়াশোনার পাশাপাশি চালাতেন ক্যাব। বেশ কিছু ছোট বড় কাজের পর মিকি শুরু করেন ল্যান্ডমার্ক গ্রুপ।
কয়েক বছরের মধ্যেই তার সম্পত্তি ৪৫ হাজার কোটি টাকা হয়ে ওঠে। তবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় ধীরে ধীরে তার শরীর ক্ষয় হচ্ছিল। গত বছর প্রয়াত হন মিকি। বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ভারতে ব্যবসা করছে ল্যান্ডমার্ক গ্রুপ। স্বামীর মৃত্যুর পর রেণুকা এই ব্যবসার হাল ধরেন। ৩৯৯২১ কোটি টাকার সম্পদ নিয়ে ভারতের ৪৪ তম ধনী মহিলা এখন রেণুকা।