বাংলা হান্ট ডেস্ক: ৬০ ঊর্ধ্ব মানুষদের জন্য এবার সুখবর। কারণ পেনশন (Pension) প্রাপকদের প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। যার জন্য ব্যাংকে দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়াতে হয়। যার ফলে এই নভেম্বর মাসটা অতি গুরুত্বপূর্ণ তাদের কাছে। তবে এবার পেনশনভোগীরা বাড়িতে বসেও এই সার্টিফিকেট জমা দিতে পারবেন। কারণ এই সার্টিফিকেট এর মাধ্যমে যাচাই করা হয়, ওই ব্যক্তি জীবিত রয়েছেন কিনা। তাই এবার আপনি বাড়িতে অনলাইনের মাধ্যমে এই সার্টিফিকেট জমা দিয়ে দিতে পারবেন। আর যতক্ষণ না এই সার্টিফিকেট পৌঁছাচ্ছে বা সার্টিফিকেট জমা না দিলে আপনার পেনশন ও বন্ধ হয়ে যেতে পারে।
লাইফ সার্টিফিকেট নিয়ে ঝামেলা শেষ! বাড়িতেই করুন অনলাইনে জমা (Pension)
এতদিন পর্যন্ত আপনাকে প্রমাণপত্র জমা দেওয়ার জন্য ব্যাংকে বা পোস্ট অফিসে যেতে হতো। আর সেখানে পড়তো বড় লাইন। এই লাইনে দাঁড়িয়ে লাইভ সার্টিফিকেট জমা দেওয়ার যথারীতি কষ্টসাপেক্ষ হয়ে দাঁড়াতো বয়স্কদের কাছে। কিন্তু এখন এই অসুবিধা নিমেষে মুশকিল আসান হবে। কারণ অনলাইনে আপনি জমা দিতে পারবেন আপনার জীবন প্রমাণ। যার ফলে আপনার পেনশন চালু থাকবে (Pension)।

আরও পড়ুন: এক ধাক্কায় কমল সোনার দাম! কলকাতায় ২২ ও ২৪ ক্যারাটের দর কত জানুন…
কেন্দ্রীয় পেনশন ও পেনশনভোগী দপ্তর (DOPPW) পেনশন প্রাপকদের জন্য চালু করছে জীবন প্রমাণ অ্যাপ (https://jeevanpramaan.gov.in)। যেখান থেকে আপনি বাড়িতে বসেই কম্পিউটার অথবা মোবাইল থেকে সহজে এই লাইভ সার্টিফিকেট জমা দিতে পারবেন। কিভাবে এটি করবেন একবার দেখে নিন।
যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তাদের জন্য:
১) গুগল প্লে স্টোর থেকে AadhaarFaceRd এবং Jeevan Pramaan Face অ্যাপ দু’টি ইনস্টল করুন।
২) Jeevan Pramaan Face অ্যাপ খুলে পেনশনারের আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি টাইপ করুন।
৩) আধারের সঙ্গে আপনার মুখ মিলিয়ে দেখতে ক্যামেরা অন করার নির্দেশ দেওয়া হবে। ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে নির্দেশ অনুযায়ী তা করে ফেলুন।
৪) এবার পেনশন প্রাপকের নাম, কর্মক্ষেত্র সংক্রান্ত তথ্য, অনুমোদনকারী কর্তৃপক্ষ, পিপিও নম্বর এবং পেনশন অ্যাকাউন্টের তথ্য লিখুন।
৫) পেনশন প্রাপকের ছবি আধারের সঙ্গে মিলে গেলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে একটি OTP।
৬) OTP দিলেই আপনার স্ক্রিনে ভেসে উঠবে যে লাইফ সার্টিফিকেট জমা হয়ে গিয়েছে।
৭) লাইফ সার্টিফিকেট সঠিক ভাবে জমা পড়ল কিনা, তার প্রমাণপত্র ডাউনলোড করার অপশনও পেয়ে যাবেন সেখানে।
iOS ইউজারা দেখে নিন:
অ্যাপ স্টোর থেকে AadhaarFaceRd এবং Jeevan Pramaan Face অ্যাপ ডাউনলোড করে নিন। এরপর বাকি সমস্ত প্রক্রিয়া অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মতোই। তবে হাতের কাছে এই ডকুমেন্ট গুলো অবশ্যই রাখবেন।
১) আধার কার্ড।
২) রেজিস্টার্ড মোবাইল নম্বর।
৩) পেনশন প্রদানকারী সংস্থা বা ব্যাঙ্কের সঙ্গে আধার নম্বরের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক।
৪) পিপিও নম্বর এবং পেনশন অ্যাকাউন্ট নম্বর (Pension)।












