এবছর জাঁকিয়ে শীত নয়? আবার কেন বাড়ছে তাপমাত্রা? জানুন কী বলল আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

Temperature to Rise Again in Bengal Weather Update
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক দিন দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়লেও রবিবার থেকেই সেই ছবি বদলাতে চলেছে। হাওয়া অফিস জানাচ্ছে, বাতাসের দিক ও আর্দ্রতার পরিবর্তনের ফলে শহরে ফের বাড়বে তাপমাত্রা (Weather Update)।

বাড়ছে শহরের তাপমাত্রা (Weather Update)

রাজ্যে গত কয়েক দিন ধরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। পশ্চিমী শীতল হাওয়ায় ঠান্ডা আরও অনুভূত হচ্ছিল। এদিনও কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কম ছিল, ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু রবিবার বেলা বাড়তেই সেই ছবি বদলাতে শুরু করেছে। ধীরে ধীরে বাড়ছে শহরের তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কদিনের তাপমাত্রা আরও বাড়বে।

কী কারণে বাড়ছে তাপমাত্রা?

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার থেকে বাতাসের গতি ও দিক বদলাতে শুরু করবে। বঙ্গোপসাগরের দিক থেকে পূবালী বাতাস প্রবেশ করবে রাজ্যে। তার জেরেই বাতাসে জলীয় বাষ্প বাড়বে এবং ধীরে ধীরে কমবে পশ্চিমী শুষ্ক হাওয়ার প্রভাব। এর ফলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানানো হয়েছে (Weather Update)।

তাপমাত্রা বাড়লেও বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও আকাশ একটু মেঘলা হতে পারে, তবে বৃষ্টি হওয়ার মতো কোনও আবহাওয়া সিস্টেম নেই। কলকাতায় মঙ্গলবারের মধ্যে রাতের তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রিতে পৌঁছতে পারে। বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৮ থেকে ৯২ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে (Weather Update)।

South Bengal Weather Update 16th November 2025

আরও পড়ুনঃ এসআইআর দৌড়ে এগোচ্ছে বাংলা! ৯৮ শতাংশ ফর্ম বিলি শেষ, সোমবার থেকেই শুরু সংগ্রহ

এদিকে কুয়াশা বাড়ছে জেলায় জেলায়। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, দুই জায়গাতেই মঙ্গলবার থেকে কুয়াশা বাড়বে বলে পূর্বাভাস। কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি জেলা ও দক্ষিণের উপকূলবর্তী এলাকায় কুয়াশার দাপট বেশি থাকবে। তবে দুপুরের দিকে সূর্য উঠলে কুয়াশা কমে যাবে। অর্থাৎ আবহাওয়া দপ্তরের শেষ রিপোর্ট অনুযায়ী স্পষ্ট যে আগামী কয়েক দিনে রাজ্যে শীত আপাতত কমবে এবং তাপমাত্রা বাড়বে (Weather Update)।