বাংলা হান্ট ডেস্ক: রান্নাঘরে হলুদ না থাকলে সেই দিন রান্না করাই মুশকিল হয়ে ওঠে। তেমনই শরীরের যত্নের জন্য হলুদ একান্তভাবে প্রয়োজনীয়। কারণ সারা বছর সুস্থ থাকতে হলে আমরা যে জিনিসটির উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারি সেটি হল কাঁচা হলুদ (Skin Care)। শরীরের পাশাপাশি ত্বকের যত্ন নিতে পারে এই হলুদ। কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ। যা শরীরের সব রকমের প্রদাহ কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি ত্বকের যত্ন নিতে অনবদ্য ভূমিকা পালন করে।
শীতে শুষ্ক কাঁচা হলুদে ফিরবে ত্বকের আর্দ্রতা ও উজ্বলতা? (Skin Care)
ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিলে হলুদ দিয়ে সমাধান করতে পারেন। কারণ হলুদ একে এন্টিসেপটিক উপাদান। তাছাড়াও তার মধ্যে তৈলাক্ত ত্বকের যত্নে এর প্রভাব অনেকটাই বেশি পড়ে। পাশাপাশি ভেষজ গুণ থাকার ফলে নানা রকম ফেসপ্যাক হলুদ ব্যবহার করা হয়। এছাড়াও শীতকালে অনেক সময় ত্বক শুষ্ক হয়ে যায়। তখন আপনি এই হলুদের ফেসপ্যাক বানিয়ে বাড়িতেই ব্যবহার করতে পারবেন (Skin Care)। কিভাবে শীতকালে এটি ব্যবহার করবেন তা দেখে নিন।

আরও পড়ুন: ভিড় এড়াতে দার্জিলিংয়ের বদলে ঘুরে আসুন এই তিন শান্ত পাহাড়ি জনপদ
১) শীতকালে ত্বক রুক্ষ হয়ে যাবে এটাই স্বাভাবিক। পাশাপাশি এই সময় ত্বকের জেলাও হারিয়ে যায়। তাই শীতের জেল্লাদার ত্বক পেতে ব্যবহার করতে পারেন দইয়ের সঙ্গে কাঁচা হলুদ আর মধু মিশিয়ে। এটি ত্বকে জেলা প্রাকৃতিকভাবে ফিরিয়ে আনবে। এক মাসে সপ্তাহে দুদিন করে এই প্যাকটি মারতে পারলে বদল চোখে পড়বে।
২) শীতকালের ত্বকে অনেক সময় টান পড়ে। পাশাপাশি চুলকানি সৃষ্টি হয়। এই সমস্যা থেকে সমাধান পেতে, আপনি আধ চামচ কাঁচা হলুদ বাটার সঙ্গে এক চামচ ঘি মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণটি ভালোভাবে ত্বকের মালিশ করুন। এরপর মিনিট ১৫ রেখে নরম ভেজা কাপড় দিয়ে মুখ মুছে ফেলুন। এতে ত্বকের জেলা চট জলদি চলে আসবে।
৩) শীতকালে অনেক সময় ট্যান পড়তে দেখা যায়। নিয়মিত বাইরে বেরোলে ট্যান পড়বেই। আর এই সমস্যা দূর করতে হলে আপনি ব্যবহার করতে পারেন কাঁচা হলুদ। এর জন্য চন্দনের গুঁড়ো, গোলাপজল ও কাঁচা হলুদের একটি প্যাক বানিয়ে মাখুন। দেখবেন আপনি এটি কিছুদিনের মধ্যেই আপনার মুখের অথবা হাত-পায়ের ট্যান তুলে দেবে (Skin Care)।












