বাংলাহান্ট ডেস্ক : শীতকাল মানেই একটা ছুটির আমেজ। বছরের শেষ লগ্নে বিভিন্ন উদযাপন যেমন লেগে থাকে, তেমনই ছুটির দিনগুলিতে শহরের বিভিন্ন দর্শনীয় স্থানেও ভিড় জমান পর্যটকরা। যাদের এই শীতে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা নেই তারা ঘুরে দেখতে পারেন নিজের শহরটাকেই (Kolkata)। শীতের কলকাতা ঘুরে দেখার জন্য এবার বিশেষ প্যাকেজের ব্যবস্থা করল রাজ্য সরকার।
শীতকালে কলকাতা (Kolkata) ঘোরার আকর্ষণীয় অফার
অনেকেই এমন আছেন যারা দেশ বিদেশের বিভিন্ন স্থান ঘুরে ফেললেও এখনও শহর কলকাতারই অনেক দর্শনীয় জায়গা দেখে উঠতে পারেননি। তাদের জন্য এবার শীতের তিলোত্তমাকে নতুন করে চিনতে বড় উদ্যোগ নিল পর্যটন দফতর। ডিসেম্বরের শুরু থেকেই চালু হয়ে যাচ্ছে ‘কলকাতা দর্শন’ (Kolkata)। শহর এবং শহরতলির সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘুরে দেখার সুযোগ থাকছে এই প্যাকেজে। তাও আবার গাইড সহ এসি ভলভো বাসে।
কোন কোন জায়গা ঘুরে দেখার সুযোগ: কী কী থাকছে এই প্যাকেজে? জানা যাচ্ছে, দুটি আলাদা ট্যুর প্যাকেজ থাকছে এই পর্যটন উদ্যোগে (Travel Package)। একটি হল ইকোপার্ক কেন্দ্রিক ট্যুর, যার মধ্যে দর্শনীয় স্থানগুলির মধ্যে থাকছে ইকোপার্ক, মাদারস ওয়্যাক্স মিউজিয়াম, নিউটাউন হরিণালয়, ইকো আর্বান ভিলেজ, বিশ্ববাংলা গেট, নজরুল তীর্থ, মিষ্টিহাব সহ আরও কিছু জনপ্রিয় স্থান। অন্যদিকে কালীঘাট কেন্দ্রিক ট্যুরে থাকছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ন্যাশনাল লাইব্রেরি, আলিপুর জেল মিউজিয়াম, হাওড়া ব্রিজ এবং ফুলবাজার, ইডেন গার্ডেন্স, ট্রাম স্মরণিকা, প্রিন্সেপ ঘাট, নন্দন চত্বর সহ আরও বেশ কিছু দর্শনীয় জায়গা।
আরও পড়ুন : ‘সবাই ভালো থাকুন, মোয়া খান’, শীতে ঘানি থেকে পেষাই করা সর্ষের তেল মাখার পরামর্শ রচনার
টিকিটের কী ব্যবস্থা থাকছে: পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে, দু রকম টিকিটের ব্যবস্থা থাকছে। একটি হচ্ছে প্রবেশমূল্য সহ সম্পূর্ণ প্যাকেজ টিকিট এবং দ্বিতীয়টি হল শুধুমাত্র বাসে ঘোরার টিকিট। এই টিকিটে ভেতরে প্রবেশ করা যাবে না। বাসের মধ্যেই ব্রেকফাস্ট সহ রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকছে। তবে কোন প্যাকেজে কেমন মূল্য তা এখনও নির্ধারণ করে দেওয়া হয়নি।
আরও পড়ুন : যানজটেই কাবার অর্ধেক সময়, ট্রাফিক নিয়ন্ত্রণে শহর জুড়ে একগুচ্ছ নতুন রাস্তার অনুমোদন
মূলত তিনটি মাধ্যমে টিকিট কাটা যাবে। এসপ্ল্যানেডের পরিবহন নিগমের প্রধান কাউন্টার থেকে, পরিবহন দফতরের ওয়েবসাইট থেকে এবং যাত্রীসাথী অ্যাপ থেকে। যদিও তিন নম্বরটি নিয়ে এখনও আলোচনা চলছে। কিছু কিছু জায়গায় অনলাইন এন্ট্রি টিকিট বুকিং ব্যবস্থা নেই। তাই এই সমস্যার সমাধান করা নিয়ে চলছে আলোচনা।













