রবি থেকে আবহাওয়ায় পরিবর্তন, তাপমাত্রা বাড়ছে—জাঁকিয়ে ঠান্ডা কবে পড়বে? আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather change start from sunday temperature to rise slightly
Follow

বাংলা হান্ট ডেস্ক: নভেম্বর পড়তেই কিছুটা হলেও শীতের আমেজ শুরু হয়েছিল। তবে রবিবার থেকে সেই ছবি বদলে গেল। হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে বাতাসের দিক ও আদ্রতার পরিবর্তনের ফলে দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা বাড়বে (South Bengal Weather)।

দেখুন সপ্তাহ শেষে দক্ষিণ বঙ্গের তাপমাত্রা কেমন থাকবে? (South Bengal Weather)

রাজ্যে গত কয়েক দিন ধরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম ছিল। পাশাপাশি পশ্চিমী শীতল হাওয়ায় ঠান্ডা অনুভব হচ্ছিল। এমন কি রাতের দিকে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রী সেলসিয়াসের কম। কিন্তু রবিবার সে আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটে। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়, রবিবার থেকে ধীরে ধীরে শহরের তাপমাত্রা বাড়ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ((South Bengal Weather)।

South Bengal Weather change start from sunday temperature to rise slightly

আরও পড়ুন: অর্ডার নয়, ঘরেই বানান! খেজুর-আমসত্ত্বে তৈরি এই মিষ্টি পরোটা, রেসিপি রইল

এই আবহাওয়া পরিবর্তনের কারণ হিসাবে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যেটা শ্রীলংকার উপকূলে প্রভাব বিস্তার করেছে। পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এলাকার সমুদ্রে। যেটি দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে। আর এটি আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত।

যার ফলে রবিবার থেকে বাতাসের গতি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি তাপমাত্রা সামান্য কিছুটা বেড়েছে। তবে মঙ্গলবার এর মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও বাড়তে পারে। এবং পশ্চিমী শুষ্ক ও শীতল হওয়ার প্রভাব কমবে এর ফলে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে পূবালী বাতাস ঢুকবে জলীয়বাষ্প ও গরম হাওয়া নিয়ে। যার ফলে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ ও তাপমাত্রার কিছুটা বাঁধতে পারে বলে বার্তা দিয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া: (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। এর মধ্যে বৃষ্টি হবার কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। এছাড়া স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। পাশাপাশি আগামী ৬ থেকে ৭ দিন শীতের আমেজ থাকবে উত্তরবঙ্গে। সেইভাবে উত্তরবঙ্গে কোন তাপমাত্রায় পরিবর্তন হবে না।