জিতু-দিতিপ্রিয়া বিতর্কে বিরক্ত প্রযোজক, চড়া TRP সত্ত্বেও বন্ধ হচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : টিআরপি তালিকায় ভালো স্থানে। বরাবর প্রথম দশেই থাকে ধারাবাহিক (Serial)। তারপরেও রাতারাতি সিরিয়াল বন্ধের জল্পনায় মাথায় হাত দর্শকদের। কথা হচ্ছে এই মুহূর্তের সবথেকে চর্চিত সিরিয়াল ‘চিরদিনই তুমি তে আমার’ নিয়ে। বর্তমানে এই ধারাবাহিকে (Serial) নায়ক নায়িকার মধ্যে দ্বন্দ্ব নিয়ে চর্চা তুঙ্গে। আর তার জেরেই নাকি এবার মাঝপথেই বন্ধ হতে পারে চিরদিনই তুমি যে আমার।

সিরিয়ালের (Serial) সেটেও নায়ক নায়িকার মধ্যে দূরত্ব

টেলিপাড়ায় গুঞ্জন, সিরিয়ালের সেটে নাকি তেমন প্রকাশ্যে কোনও বিবাদ নেই। যদিও নায়ক নায়িকা নাকি পরস্পরকে এড়িয়েই চলেন পারতপক্ষে, গুঞ্জন এমনটাই। কিন্তু বিষয়টি নিয়ে নাকি সিরিয়ালের (Serial) প্রযোজক রীতিমতো বিরক্ত। তাঁরা নতুন একটি সিরিয়ালও আনতে চলেছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বিষয়টি এখনও ভাবনাচিন্তার স্তরে রয়েছে। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Is chirodini tumi je amar serial ending

আগেও হয়েছে দ্বন্দ্ব: এই নিয়ে দ্বিতীয় বার বিতর্কে জড়ালেন ‘চিরদিনই তুমি যে আমার’ এর জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়। এর আগে ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে এনে পরস্পরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তাঁরা। যদিও পরে তা মিটমাট হয়ে যায়। কিন্তু সম্প্রতি জিতু হাসপাতাল থেকে ফিরতেই আবার পরিস্থিতি যে কে সেই।

আরও পড়ুন : ‘সবথেকে প্রশংসিত’ রাজনীতিক, নীতিশ কুমারকে ঢালাও বাহবা শত্রুঘ্নর, সাংসদের কাণ্ডে অস্বস্তিতে তৃণমূল

কী নিয়ে বিতর্ক: টেলিপাড়ায় গুঞ্জন, জিতুকে নাকি পরোক্ষ ভাবে সিরিয়াল ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। জিতু (Jeetu Kamal) নিজেও বলেছেন সে কথা। এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন জিতুর অনুরাগীরা। চ্যানেলের তরফে শেয়ার করা সিরিয়ালের একটি রিল ভিডিওর কমেন্ট বক্সে ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকরা। ছেয়ে গিয়েছে ‘বয়কট দিতিপ্রিয়া রায়’ এবং ‘রিপ্লেস দিতিপ্রিয়া রায়’ হ্যাশট্যাগে।

আরও পড়ুন : এই স্কুলগুলিতে গাওয়া হবে না রাজ্যসঙ্গীত, শিক্ষা দফতরের নির্দেশের বিপরীতে হেঁটে ব্যতিক্রম

এমতাবস্থায় সত্যিই কি আসছে নতুন সিরিয়াল? জিতু কি শেষমেশ সিরিয়াল থেকে সরে দাঁড়াবেন, নাকি উচ্চ টিআরপি সত্ত্বেও বন্ধ হয়ে যাবে ধারাবাহিকটি? এই প্রশ্নগুলিই ভাবাচ্ছে দর্শকদের।