বাংলা হান্ট ডেস্ক : আজ থেকে বছর কয়েক আগেও বাংলায় BJP-র সবেধন নীলমণি বলতে ছিল দুটি আসন। আসানসোল এবং দার্জিলিং ছাড়া বাকি জেলায় গেরুয়ার ছিটেফোঁটাও ছিলনা। তবে পাশা পাল্টে যায় ২০১৯ এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election)। এক ধাক্কায় ১৮টি আসন জিতে তৃণমূলকে কড়া টক্কর দিয়েছিল পদ্ম শিবির। এবার সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।
গত লোকসভা নির্বাচনে বিজেপির উত্থান আকষ্মিক হলেও তা যে ক্ষণস্থায়ী নয় তা বেশ স্পষ্ট ছিল। বামেদের সরিয়ে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছিল BJP। যদিও ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির সেই দাপট আর দেখা যায়নি। বাম-কংগ্রেস শূন্যতে আটকে থাকলেও বিজেপি সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। গেরুয়া ঝুলিতে এসেছিল মাত্র ৭৭টি আসন।
তবে ২০২৪-র নির্বাচন (Lok Sabha Election 2024) নিয়ে যথেষ্ট আশাবাদী বঙ্গবিজেপি। বিভিন্ন জনমত সমীক্ষাও বলছে, বাংলায় ভালোই ফল করবে বিজেপি। টাইমস নাও ইটিজি জনমত সমীক্ষা বলছে, আসন্ন নির্বাচনে অবিশ্বাস্য ফলাফল করবে বিজেপি। আসন সংখ্যা তো বটেই ভোট শতাংশের নিরিখেও তৃণমূলকে পিছনে ফেলতে পারে বিজেপি।
আরও পড়ুন : দলীয় কর্মীদের বিক্ষোভ! ‘গো ব্যাক’ স্লোগান শুনতেই মেজাজ হারালেন মহুয়া, দিলেন হুমকি
জনমত সমীক্ষা বলছে, বাংলায় বিজেপির ঝুলিতে আসবে কম করে হলেও ৪২ শতাংশ। বাম, কংগ্রেসের ঝুলিতে থাকবে ১১ শতাংশ। অন্যদিকে তৃণমূলের দখলে থাকবে ৪০ শতাংশ ভোট। সমীক্ষা অনুযায়ী, পদ্ম শিবিরের থেকে অনেকটাই পিছিয়ে পড়বে তৃণমূলের থেকে। বাকি ৭ শতাংশ ভোট যাবে অন্যান্যদের দখলে।
আরও পড়ুন : বলে জোর নেই, বরবাদ সিরাজের কেরিয়ার! T20 বিশ্বকাপে BCCI-র নেক নজরে এই বোলার
জনমত জরিপ অনুযায়ী, আসন সংখ্যার কথা বললে, বাংলায় বিজেপি পেতে পারে ২০ থেকে ২৪টি আসন। যেখানে তৃণমূলের ঝুলিতে যাবে ১৭ থেকে ২১টি আসন। বাম-কংগ্রেস জোট খাতা খুলতে সক্ষম হবে বলে মনে করছেনা রাজনৈতিক কারবারিদের একাংশ। ওদিকে মহাজোট ‘ইন্ডিয়া’র খুব বেশি হলে ২টি আসন জিততে পারে বলে দাবি করেছে সমীক্ষা।