খবরের কাগজ থেকেই এল সম্বন্ধ, নভেম্বরেই বিয়ের পিঁড়িতে পিসি সরকার কন্যা মৌবনী! পাত্রটি কে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুম শেষ হতেই বিয়ের সানাই বেজে উঠেছে। টলিপাড়াতেও তার ব্যতিক্রম নয়। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌবনী সরকার। হ্যাঁ ঠিকই ধরেছেন। খ্যাতনামা জাদুকর পিসি সরকার জুনিয়র (Magician P.C Sorcar Junior) এর মেজ মেয়ে মৌবনীর কথাই হচ্ছে। চলতি নভেম্বর মাসেই ছাদনাতলায় যেতে চলেছেন তিনি।

বিয়ে করছেন পিসি সরকার জুনিয়রের (Magician P.C Sorcar Junior) মেজ মেয়ে

এর আগে তিন মেয়ের বিয়ের জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার জুনিয়র। জানা যাচ্ছে, সেখান থেকেই নাকি এসেছে সম্বন্ধ। ইতিমধ্যে মৌবনীর বিয়ের কার্ডের ছবিও এসেছে প্রকাশ্যে। সেখান থেকেই জানা গিয়েছে পাত্র চন্দননগরের বাসিন্দা। নাম সৌম্য রায়।

Magician P.C Sorcar Junior daughter moubani going to marry

প্রেম করে বিয়ে করেছেন বাবা মা: বিয়ে-সম্বন্ধের বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন মৌবনী। তাঁর কথায়, বাবা (Magician P.C Sorcar Junior) মাকে সবসময় দেখেছেন প্রেমে পড়ে তারপর বিয়ে করতে। তাঁর ক্ষেত্রেও তেমনটাই হবে বলে ভেবেছিলেন তিনি। কিন্তু তাঁর ক্ষেত্রে ছবিটা যে একেবারে বদলে যাবে তা তিনি কল্পনাও করতে পারেননি।

আরও পড়ুন : ‘সবথেকে প্রশংসিত’ রাজনীতিক, নীতিশ কুমারকে ঢালাও বাহবা শত্রুঘ্নর, সাংসদের কাণ্ডে অস্বস্তিতে তৃণমূল

কবে বিয়ে মৌবনীর: মৌবনী (Moubani Sorcar) বলেন, অ্যারেঞ্জ ম্যারেজের বিষয়ে মানুষের মনে একটা অদ্ভূত ভয় কাজ করে। তাই নিজেকে কোনোরকম ধারণায় আবদ্ধ রাখা উচিত নয়। সবকিছুর প্রতিই আগ্রহ থাকা উচিত। এর আগে অবশ্য এক অনুষ্ঠানে মৌবনী জানিয়েছিলেন, নিজের মনের মানুষকে খুঁজে পেয়ে গিয়েছেন তিনি। বিয়ের দিনক্ষণ অবশ্য তখন ঘোষণা করেননি তিনি। এবার জানা গেল, আগামী ৩০ নভেম্বরই নাকি বিয়ে করছেন মৌবনী।

আরও পড়ুন : জিতু-দিতিপ্রিয়া বিতর্কে বিরক্ত প্রযোজক, চড়া TRP সত্ত্বেও বন্ধ হচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’?

প্রসঙ্গত, পিসি সরকার জুনিয়রের বড় মেয়ে মানেকা সরকারের বিয়ে হয়েছিল ২০১৩ সালে। কিন্তু পরে ডিভোর্স হয়ে যায় তাঁর। প্রথমে বাবার সঙ্গে ম্যাজিক দেখালেও পরে নিজস্ব শো শুরু করেন মানেকা। তবে জাদু সম্রাটের মেজ এবং ছোট মেয়ে মমতাজ এবং মৌবনী পা রেখেছেন বিনোদুনিয়ায়।