সুপ্রিম নির্দেশ অমান্য করে নয়া ইন্টারভিউ তালিকায় ফের ‘দাগি’ প্রার্থী! অভিযোগে ফের মামলা হাইকোর্টে

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ চলমান শিক্ষক নিয়োগ নিয়ে ফের তুঙ্গে বিতর্ক। একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকা প্রকাশের পরই নতুন করে প্রশ্নের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন। অভিযোগ উঠেছে, সুপ্রিম কোর্ট যাদের অযোগ্য ঘোষণা করেছিল, তাদের কেউই যাতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন, সেই নির্দেশ স্পষ্ট ছিল। কিন্তু নির্দেশ স্পষ্ট থাকা সত্ত্বেও এসএসসি সেই রায় মানেনি। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছেন এক পার্ট টাইম শিক্ষক।

কোন দাবিতে হাই কোর্টে (Calcutta High Court) মামলা?

মামলাকারীর দাবি, যে তালিকা একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য প্রকাশিত হয়েছে, তাতে একাধিক অযোগ্য ও দাগি প্রার্থীর নাম রয়েছে। মামলাকারীর অভিযোগ, এমন প্রার্থীদের নাম কীভাবে ইন্টারভিউ লিস্টে ঢুকে পড়ল। এসএসসি-র নজরদারি ব্যবস্থার ত্রুটির কথাও আদালতে তুলে ধরেন তিনি। তাঁর সঙ্গে আরও কয়েকজন শিক্ষকও এই বিষয়ে আপত্তি জানিয়েছেন।

অভিযোগকারীদের বক্তব্য, অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তি নম্বর দেওয়ার নিয়ম নিয়ে আগেই সন্দেহ তৈরি হয়েছিল। তাঁদের দাবি, এই প্রক্রিয়াতেও অনিয়ম হয়েছে। আরও বিস্ফোরক অভিযোগ তুলে মামলাকারি বলেন, যেসব প্রার্থীরা প্রাথমিক শিক্ষক হিসাবে কাজ করছিলেন, তাঁরাও উচ্চমাধ্যমিক স্তরের নিয়োগে অভিজ্ঞতার বাড়তি নম্বর পেয়েছেন। প্রশ্ন উঠেছে, একজন প্রাথমিক শিক্ষক কীভাবে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগে অভিজ্ঞতার নম্বর দাবি করতে পারেন?

Calcutta High Court flags SSC panel dispute

আরও পড়ুনঃ বন্ধ হওয়ার পথে ‘দুয়ারে রেশন’ প্রকল্প! সুপ্রিম কোর্টের দ্বারস্থ মোদির সরকার

সোমবার মামলা গ্রহণ করেছেন হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। এই বিষয়ে বিস্তারিত শুনানি হবে বুধবার। শিক্ষক নিয়োগ বিতর্কে বরাবরই আইনি লড়াইয়ে জড়িয়ে থাকে এসএসসি। এখন নতুন এই অভিযোগের জেরে আবারও আইনি লড়াইয়ের মুখে কমিশন।