টেট মামলার বড় দিন আজ, সুপ্রিম কোর্টের রায়েই বদলে যেতে পারে শিক্ষকদের ভবিষ্যৎ

Published on:

Published on:

Supreme Court Hearing on TET Rule Today
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষকদের চাকরি এবং পদোন্নতির জন্য টেট পাশ কি বাধ্যতামূলক? সুপ্রিম কোর্টের (Supreme Court) ১ সেপ্টেম্বরের রায়ের পর থেকেই এই প্রশ্নে চিন্তায় পড়েছেন দেশের হাজার হাজার শিক্ষক। আজ, সোমবার (১৭ নভেম্বর), এই বিষয়েই একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। তাই সকাল থেকেই শিক্ষামহলে তৈরি হয়েছে উত্তেজনা ও দুশ্চিন্তা।

আদালতে (Supreme Court) উঠছে দেশের লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণী মামলা

আজ যে মামলাটি শুনানির জন্য উঠছে, সেটি দায়ের করেছে উত্তরপ্রদেশের United Teachers Association। এটি কোনো রিভিউ পিটিশন নয়, বরং সরাসরি একটি নতুন রিট পিটিশন, যা ৮ নম্বর সিরিয়ালে তালিকাভুক্ত হয়েছে। আবেদনকারীদের দাবি, তাঁদের নিয়োগের সময়ে টেট বাধ্যতামূলক ছিল না। তাই এখন চাকরিতে থাকতে বা পদোন্নতি পেতে হঠাৎ নতুন শর্ত চাপানো অন্যায়।

মামলাকারীরা দুই গুরুত্বপূর্ণ ভিত্তিতে লড়াই চালাচ্ছেন—

  1. নিয়োগ-সময়ের নিয়ম: তাঁদের বক্তব্য, নিয়োগ যখন হয়েছিল, তখন টেট পাশ বাধ্যতামূলক ছিল না। পুরনো চাকরিতে নতুন নিয়ম চাপিয়ে দেওয়া যায় না।
  2. আইনি চ্যালেঞ্জ: এনসিটিই–র ২০১৭ সালের এক সংশোধনী এবং শিক্ষার অধিকার আইনের কিছু ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। মামলাটি করা হয়েছে Union of India, NCTE, এবং Uttar Pradesh Government এর বিরুদ্ধে।

আবেদনকারীদের বিশ্বাস, মামলাটি খারিজ হলেও তাঁদের কাছে বৃহত্তর বেঞ্চে যাওয়ার সুযোগ থাকবে।

১ সেপ্টেম্বরের রায় ঘিরেই মূল বিতর্ক

এই মামলার গুরুত্ব তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের ১ সেপ্টেম্বরের রায়কে ঘিরে। ওই রায়ে স্পষ্টভাবে বলা হয়েছিল—

  • চাকরিতে থাকতে এবং পদোন্নতি পেতে টেট পাশ বাধ্যতামূলক।
  • যাঁদের চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি বাকি আছে, তাঁদের অবশ্যই টেট উত্তীর্ণ হতে হবে।

রায় প্রকাশের পরই উদ্বেগ ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের বিশাল শিক্ষক সমাজে। রায়ের পর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) কর্মরত শিক্ষকদের স্বার্থে একটি রিভিউ পিটিশন দাখিল করেছে। এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্যজুড়ে স্বস্তি ও বিভ্রান্তি, দুই-ই দেখা যায়। এর মধ্যেই পর্ষদের পক্ষ থেকে জেলাওয়াড়ি শিক্ষক-তথ্য সংগ্রহের নির্দেশ জারি করা হয়েছিল, যা আরও ধোঁয়াশা তৈরি করে শিক্ষক মহলে।

Supreme Court to Hear centrals Plea on Bengals Doorstep Ration

আরও পড়ুনঃ ন ঘরে বসেই পান EWS সার্টিফিকেট! কোন নথি লাগবে এবং কারা আবেদন করবেন? জানুন

আজকের শুনানির গুরুত্ব

আজকের রিট পিটিশনটি বড় কারণ হল –

  • এটি ১ সেপ্টেম্বরের রায়ের আইনি ভিত্তিকেই প্রশ্ন করছে।
  • প্রথমবারের মতো কোনো সংগঠন সরাসরি সেই রায়কে চ্যালেঞ্জ জানাচ্ছে।
  • আজকের পর্যবেক্ষণ পশ্চিমবঙ্গের রিভিউ পিটিশন–এর ভবিষ্যৎ দিক-দিকনির্দেশও করে দিতে পারে।

দেশের কয়েক লক্ষ শিক্ষক আজ আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন। শুনানির বিস্তারিত সিদ্ধান্ত হাতে পেলেই তা জানানো হবে।