বাংলা হান্ট ডেস্কঃ লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী চেয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। সকলেরই একটাই প্রশ্ন, ডিএ মামলার রায় কবে সামনে আসবে। মহার্ঘ ভাতা বা ডিএ মামলার (Dearness Allowance) চূড়ান্ত রায় গত বুধবার সামনে আসার সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে তা হয়নি। তাহলে আর কতদিন অপেক্ষা করতে হবে? রাজ্য সরকারি কর্মীদের মধ্যে উদ্দেশে বার্তা দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
ডিএ মামলার রায়দান নিয়ে বড় আপডেট | Dearness Allowance
সুপ্রিম কোর্টে (Supreme Court) গত ৮ সেপ্টেম্বর শেষ হয়েছিল ডিএ মামলার শুনানি। তবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা শুনানি শেষ হলেও রায়দান এখনও হয়নি। বর্তমানে “Heard and Reserved” রয়েছে। গত সপ্তাহে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হওয়ায় ডিএ মামলার রায় প্রকাশ পেতে পারে, এমন সম্ভাবনার কথা বলা হয়েছিল।
এবারে কনফেডারেশনের তরফ থেকে সরকারি কর্মীদের নেতা বললেন, “আমরা তীক্ষ্ণ নজর রেখেছি, এখনও রাখছি যে সুপ্রিম কোর্ট কবে ডিএ মামলার রায় ঘোষণা করে সেই সংক্রান্ত তথ্যের উপর। এবার ইনফরমেশন শুধুমাত্র ওয়েবসাইট, সেটা রাতের দিকে বেরোয়। এছাড়া যদি কানাঘুষো আমাদের যে আইনজীবীরা আছেন তারা যদি জানতে পারেন তাহলে সেই সম্ভাবনার কথা জানাতে পারেন। ”
তিনি বলেন, “এখন আমরা যেটা দেখলাম যে ওয়েবসাইটে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে গত ১২ ও ১৩ তারিখ পরপর। এবং আমাদের ডিএ মামলার শুনানিও এই দুই বিচারপতির স্পেশাল বেঞ্চেই হয়েছে। এবং রায়টাও ঘোষণা হবে এদের বেঞ্চেই। তাই ওয়েবসাইটে আমরা যখন দেখলাম পরপর দুদিন স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে তাই আমাদের আইনজীবীরা বললেন যদি ডিএ মামলাটা প্রকাশ পায় তাহলে সাপ্লিমেন্টরি যে কজলিস্ট, ঠিক আগের দিন রাত ৮-৮. ৩০ নাগাদ প্রকাশ পায়। সেদিকে আমরা নজর রাখব। যদি সাপ্লিমেন্টরি কজলিস্ট প্রকাশ পায় তাহলেই রায় আসার সম্ভাবনা রয়েছে নয়তো কবে আসবে তা পরবর্তীকালে জানা যাবে।”

আরও পড়ুন: সুপ্রিম নির্দেশ অমান্য করে নয়া ইন্টারভিউ তালিকায় ফের ‘দাগি’ প্রার্থী! অভিযোগে ফের মামলা হাইকোর্টে
মলয়বাবু আরও বলেন, “আমরা দেখলাম সাপ্লিমেন্টরি কজলিস্টে মামলাটা নেই। আমরা আগেও বলেছি সম্ভাবনা আছে আমরা কিন্তু সিওর নই। সবাই আমাদের জিজ্ঞেস করছে তাহলে কবে রায় সামনে আসবে? আমাদের তো সুপ্রিম কোর্টের কাছ থেকে এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা সম্ভব না। সুপ্রিম কোর্ট যেদিন প্রকাশ করবে সেদিনই আমরা জানতে পারব। আমাদের হাত-পা বাঁধা।”
তার কথায়, “যেদিন যে মুহূর্তে আমরা তথ্য পাব সেদিনই ডিএ মামলাকারী হিসেবে আমরাই প্রথমে সেটা সামনে আনব। তবে নভেম্বর মাসে ডিএ মামলার রায় বেরোতে পারি সেই সম্ভাবনার কথা আমরা আবারও বলছি। কেউ হতাশ হবেন না। একটু ধৈর্য ধরুন।”












