বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) নিয়ে জট অব্যাহত। সম্প্রতি একাদশ-দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের পরীক্ষার পর ফলপ্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। নতুন নিয়োগের প্যানেলের ইন্টারভিউ তালিকাও প্রকাশিত হয়েছে। আর এরপরই নতুন করে শুরু হয়েছে বিক্ষোভ। বিক্ষোভে নতুন চাকরিপ্রার্থীরা।
SSC ইস্যুতে ফের চড়ছে উত্তাপ | School Service Commission
তাদের অভিযোগ, পূর্ণ নম্বর পাওয়ার পরও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি বহুজন। কারণ তাঁরা প্রথমবারের জন্য পরীক্ষায় বসছেন। তাই অভিজ্ঞতার জন্য এসএসসি তরফে বরাদ্দ ১০ নম্বর তারা কেউ পাননি। তাদের অনেকেই ৬০-এর মধ্যে ৬০ পেয়েও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি। অর্থাৎ, মেধার ভিত্তিত্র যোগ্য হওয়ার পরও তারা বঞ্চিত।
যথার্থ যোগ্য হয়েও ইন্টারভিউয়ে জন্য ডাক না পেয়ে রাস্তায় এইসকল চাকরিপ্রার্থীরা। ইন্টারভিউয়ের আগে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়া যাবে না, এই দাবি তুলেই তারা সরব হয়েছেন। তাদের আরও দাবি, নবীন প্রার্থীদের চাকরি দিতে নতুন করে আরও ১ লক্ষ শূন্যপদ তৈরি করতে হবে।
স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য কি?
এসএসসি তরফে জানানো হয়েছে, অনলাইনে জমা দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এবং ৬০ নম্বর লিখিত পরীক্ষার নম্বর একসাথে যোগ করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে প্রার্থীদের। এই তালিকা থেকেই নথি এবং শংসাপত্র যাচাই করে চূড়ান্ত পর্বের অঞ্চলভিত্তিক ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার কথা জানিয়েছে কমিশন।

আরও পড়ুন: শীত টাটা! ফের দক্ষিণবঙ্গের পড়বে ‘গরম’, আগামী সাতদিন বৃষ্টি কোথায় কোথায়?
নথি যাচাইয়ের সময় যদি কোনও ‘অযোগ্য’ প্রার্থীর নাম সেই তালিকায় থাকলে তা তৎক্ষণাৎ বাদ দেওয়া হবে। কমিশন আরও জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মতো বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে আইনি পরামর্শ নিয়ে কিছুটা ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।












