পরীক্ষায় পেয়েছেন ফুল মার্কস! তবুও ডাক মেলেনি ইন্টারভিউতে, নতুন চাকরিপ্রার্থীরা ঘেরাও করলেন বিকাশ ভবন

Published on:

Published on:

New job seekers protest in front of Bikash Bhavan.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই এসএসসির নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল সামনে এসেছে। যেখানে ফুল মার্কস পেয়েছেন বিপুল নতুন চাকরিপ্রার্থী। কিন্তু, ইন্টারভিউতে ডাক না মেলায় ফের দুর্নীতির অভিযোগ তুলে এবার তাঁরা বিকাশ ভবন (Bikash Bhavan) ঘেরাও করলেন। এমতাবস্থায়, পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যেই প্রচুর পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

বিকাশ ভবন (Bikash Bhavan) ঘেরাও নতুন চাকরিপ্রার্থীদের:

এদিকে, অভিযোগ উঠছে যে আন্দোলনকারীদের জোরপূর্বক করুণাময়ী মেট্রো স্টেশনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে সোমবার সন্ধ্যায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে বিকাশ ভবন চত্বরে। আন্দোলনকারীরা দাবি তুলছেন যে, ১ লক্ষ শূন্যপদ বৃদ্ধি করে প্রত্যেককে নিয়োগ করতে হবে। অপরদিকে পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে পুলিশ বার্তা দিচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, “কোনও অনুমতি ছাড়াই রাস্তায় নেমে এইভাবে আন্দোলন করা যায় না।” পাশাপাশি, নিয়ম অনুযায়ী পুলিশ তাদের পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানিয়েছে।

New job seekers protest in front of Bikash Bhavan.

প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে। মূলত, ওই নিয়োগ পদ্ধতিকে অসাংবিধানিক হিসেবে বিবেচিত করে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নেয়। ফলে, এক ঝটকায় চাকরি হারিয়েছিলেন ২৫,৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মী। এমতাবস্থায়, দেশের শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা ফের পরীক্ষায় বসে ছিলেন।

আরও পড়ুন: ‘বাংলাদেশে শান্তি ও গণতন্ত্রের জন্য…’, হাসিনার মৃত্যুদণ্ডের পর প্রথম প্রতিক্রিয়ায় কী জানাল ভারত?

সম্প্রতি প্রকাশিত হয়েছে ওই পরীক্ষার ফলাফল। যেখানে দেখা গিয়ে যাঁরা নতুন চাকরিপ্রার্থী হিসেবে পরীক্ষা দিয়েছেন তাঁরা পুরো নাম্বার পাওয়ার সত্ত্বেও ইন্টারভিউতে ডাক পাননি। কারণ, এসএসসি পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার নিয়ম লাগু করেছে। আর সেই নম্বর থেকেই বঞ্চিত হয়েছেন নতুন চাকরিপ্রার্থীরা। ফলে, মোট নম্বরের পরীক্ষার থেকেও কাটঅফ মার্কস তার বেশিতে পৌঁছেছে। এই কারণেই ফুল মার্কস পেয়েও ইন্টারভিউর জন্য ডাক পাননি নতুন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন: এবার দাদার কথা মানতে বাধ্য গম্ভীর? ইডেনে হারের পর টিম ইন্ডিয়ার হেড কোচকে বিশেষ পরামর্শ সৌরভের

আর এই ঘটনার প্রতিবাদেই সোমবার দুপুর থেকেই করুণাময়ী চত্বরে তাঁরা জড়ো হতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা পোস্টার এবং ব্যানার হাতে বিকাশ ভবনের দিকে এগোতে থাকেন। সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় পুলিশ তৎপর হয়। চাকরিপ্রার্থীরা স্পষ্ট দাবি করেছেন যে তাঁদের সঙ্গে অন্যায় হয়েছে। যেটা আদৌ মেনে নেওয়া সম্ভব নয়।