আজ থেকে উধাও হবে শীত! দক্ষিণবঙ্গে নতুন ‘খেলা’ শুরু আবহাওয়ার, আগেভাগে আপডেট জেনে নিন

Published on:

Published on:

South Bengal Weather Update 2025
Follow

বাংলা হান্ট ডেস্ক: পূর্বাভাস মতোই তাপমাত্রা বাড়ছে রাজ্যজুড়ে। আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া স্বাভাবিকের কাছাকাছি বা তার চেয়ে বেশিই থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপ রয়েছে। শ্রীলঙ্কা উপকূলের কাছে এই নিম্নচাপ। যা ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর কারণেই বাড়বে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব কমে যাওয়ার কারণেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। পূবালি বাতাস ঢুকতে শুরু করেছে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমি শীতল হাওয়ার দাপট কমছে। শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি মতো বাড়ার পূর্বাভাস রয়েছে।

south bengal weather(137)

তাপমাত্রা বাড়ার সাথে সাথে কুয়াশার প্রভাবও বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভোরের দিকে ঘন কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে অধিক কুয়াশা থাকবে। কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। আপাতত শুক্রবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া। সপ্তাহান্তে ফের আবহাওয়ার পরিবর্তন হবে।

তবে আপাতত সাময়িকভাবে বাঙালির প্রিয় শীত কিছুদিনের জন্য উধাও হওয়ার সম্ভাবনা। শীতের আমেজ কমায় দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। শনি-রবিবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে। শীতের আমেজ ফিরবে রাজ্যে।

আরও পড়ুন: আন্দ্রে রাসেলকে KKR থেকে বাদ দেওয়ার নেপথ্যে রয়েছেন কে? চাঞ্চল্যকর দাবি করলেন মহম্মদ কাইফ

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে শীতের আমেজ ক্রমেই বাড়ছিল। তবে ফের তাপমাত্রা বাড়ছে। উত্তরবঙ্গেও হঠাৎ তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তাপমাত্রা ১-২ ডিগ্রি পর্যন্ত বাড়বে আগামী কয়েক দিনে। তবে তা সাময়িক। সপ্তাহের শেষে ফের তাপমাত্রা নামবে উত্তরে। শীত বাড়বে। আপাতত কুয়াশার দাপটও বাড়বে। দৃশ্যমানতা কমবে, মূলত উপরের দিকের জেলাগুলিতে।