বাংলা হান্ট ডেস্কঃ দু’মাস পরই নতুন বছর। আর নতুন বছরের প্রথমেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসছে সুখবর। কারণ কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) জন্য অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) লাগু হচ্ছে। যা নিয়ে খুশিতে আত্মহারা সরকারি কর্মচারী থেকে পেনশনভোগীরা। তবে এরই মধ্যে সামনে আসছে অন্য আপডেট। নয়া বেতন কমিশনের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন ৬৯ লক্ষ পেনশনভোগী? কেন্দ্রকে পাঠানো প্রতিরক্ষা মন্ত্রকের কর্মচারী সংগঠনের চিঠি নিয়ে তুঙ্গে চর্চা।
৬৯ লক্ষ পেনশনভোগীদের ভাগ্যে কি আছে? Government Employees
সূত্রের খবর, বিষয়টি নিয়ে সরকারি তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ওদিকে সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত দাবি-দাওয়া নিয়ে ইতিমধ্যেই ‘ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটিভ মেশিনারি’ বা এনসি-জেসিএমের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সচিব শিবগোপাল মিশ্র বৈঠক করেছেন।
নয়া পে কমিশনের বিজ্ঞপ্তি জারি হতেই শিবগোপাল মিশ্র এনসি-জেসিএমের সদস্যদের আলোচনায় বসার জন্য চিঠি দেন। প্রতিরক্ষা মন্ত্রকের কর্মচারী সংগঠন ‘অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লোয়িজ় ফেডারেশন’ বা এআইডিইএফের তরফে অভিযোগ, সংশ্লিষ্ট বৈঠকের আলোচ্য সূচিতে পেনশনের আর্থিক সুযোগ-সুবিধার বিষয়টি রাখা হয়নি। এই নিয়ে শুরু হয় বিতর্ক।
ইতিমধ্যেই এ বিষয়ে অর্থমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে কর্মচারী সংগঠন এআইডিইএফ। তাদের কথায়, নতুন বেতন কমিশনের বিজ্ঞপ্তিতে কোথাও ৬৯ লক্ষ পেনশনভোগীর কোনও উল্লেখ নেই। সেই ‘ভুল’ সংশোধন করে যাতে নতুন করে নির্দেশিকা জারি হয় সেই দাবি তুলেছে সংগঠনটি।

উল্লেখ্য বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারীরা পারিবারিক পেনশন পেয়ে থাকেন। কর্মচারী সংগঠনটির অভিযোগ, কেন্দ্র নয়া পে কমিশন সংক্রান্ত বিষয়ে গত ৩ নভেম্বর যে বিজ্ঞপ্তি দেয় সেখানে এই বিষয়ের কোনও উল্লেখ নেই। পাশাপাশি সপ্তম বেতন কমিশনের ন্যায় অষ্টম বেতন কমিশন সুপারিশের দিনক্ষণ জানানো হয়নি বলেও অভিযোগ।
আরও পড়ুন: আজ থেকে উধাও হবে শীত! দক্ষিণবঙ্গে নতুন ‘খেলা’ শুরু আবহাওয়ার, আগেভাগে আপডেট জেনে নিন
প্রসঙ্গত, এরপরও অষ্টম বেতন কমিশন নিয়ে একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে। ফলে আর্থিক সুযোগ-সুবিধা থেকে পেনশনভোগীদের বাদ যাওয়ার সম্ভাবনা কম বলেই মত অভিজ্ঞমহলের। বিষয়টি চিন্তার নয় বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৬ সালের জানুয়ারী থেকেই অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে। প্রতি ১০ বছর অন্তর অন্তর একটি করে পে কমিশন গঠন হয়। ইতিমধ্যেই সরকার নয়া পে কমিশন এবং এর শর্তাবলী (ToR) গঠনের ঘোষণা করেছে। নয়া পে কমিশনের ফলে দেশের প্রায় ৪৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৮ লক্ষ পেনসনার উপকৃত হতে চলেছেন।












