শহরে কর ব্যবস্থার অসংগতি! শহরজুড়ে জমি-সম্পত্তির কর কাঠামো ফের খতিয়ে দেখতে নির্দেশ ফিরহাদের

Published on:

Published on:

Kolkata Municipal Corporation to Review Property Tax Valuation
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা শহরের জমি ও সম্পত্তির কর কাঠামোয় বড়সড় ফাঁক রয়ে গিয়েছে কি না, সম্প্রতি সেই প্রশ্নই উঠে এসেছে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে। এক বাসিন্দার অভিযোগের পর চমকে যান মেয়র ফিরহাদ হাকিম। এরপরই কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) কর দপ্তরে শুরু হয় তৎপরতা, জোর দেওয়া হচ্ছে শহরজুড়ে জমি-সম্পত্তির পুনর্মূল্যায়নে।

শহর জুড়ে জমি ও সম্পত্তির করের পুনর্মূল্যায়ন হতে পারে

পুর-করের আওতায় যে সকল সম্পত্তিকে নিয়মিতভাবে অন্তর্ভুক্ত করা জরুরি, সেই বিষয়ে নতুন করে গুরুত্ব দিচ্ছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। একই সঙ্গে মিউটেশন প্রক্রিয়ায় আরও জোর দেওয়া হচ্ছে, যাতে কোনও জমি বা সম্পত্তি করের হিসাবের বাইরে না থাকে। পুরসভা সূত্রে খবর, শহর জুড়ে জমি ও সম্পত্তির করের পুনর্মূল্যায়ন হতে পারে। বিশেষত সংযুক্ত এলাকাগুলিতে এই উদ্যোগের প্রস্তুতি শুরু হয়েছে।

বিগত সপ্তাহে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে বরো ১৩-র হরিদেবপুর এলাকার এক মহিলা বাসিন্দা ফোনে জানান, প্রায় ৪৫ কাঠা জমির বার্ষিক সম্পত্তিকর মাত্র ১০৪ টাকা। অভিযোগ শুনেই বিস্মিত হন মেয়র ফিরহাদ হাকিম। এত বড় জমির এত কম কর অস্বাভাবিক বলেই মনে করেন তিনি। সঙ্গে সঙ্গে তিনি পুরো বিষয়টি দ্রুত তদন্ত করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন পুরসভার সম্পত্তিকর মূল্যায়ন ও রাজস্ব আদায় বিভাগকে।

অভিযোগে তৎপর পুরসভা (Kolkata Municipal Corporation)

এই অভিযোগ সামনে আসতেই আলোচনায় সরগরম হয়ে ওঠে পুরসভার কর দপ্তর। তদন্ত শুরু হতেই সূত্রের খবর, কলকাতা জুড়ে জমি ও সম্পত্তির ন্যায্য কর আদায় নিশ্চিত করতে পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে বেহালা, কসবা, গরফা, ঠাকুরপুকুর, সরশুনা, জোকা এবং হরিদেবপুরের মতো সংযুক্ত এলাকাগুলিতে যেখানে নতুন বাড়ি, আবাসন ও নির্মাণের পরিমাণ দ্রুত বেড়েছে।

পুরসভার (Kolkata Municipal Corporation) এক আধিকারিক জানান, সম্ভবত বহু বছর ওই বড় সম্পত্তির কর পুনর্মূল্যায়ন হয়নি। তিনি জানান, “হরিদেবপুরের ১২২ নম্বর ওয়ার্ডে ১০৪ কাঠা জমির কর পুরোনো হারেই থেকে গিয়েছে। দীর্ঘদিন মূল্যায়ন না হলে এমন ঘটনা ঘটতে পারে।” মেয়রের নির্দেশের পরই বিভাগীয় আধিকারিকেরা ওই এলাকার কর সংক্রান্ত নথি ও রেকর্ড খতিয়ে দেখা শুরু করেছেন।

Kolkata Municipal Corporation to Review Property Tax Valuation

আরও পড়ুনঃ তালগাছই কি রক্ষা করবে দক্ষিণবঙ্গকে? বনদপ্তরের নতুন ‘লাইফ সেভার’ প্রকল্প

পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রের দাবি, ভবিষ্যতে যেন আর কোনও সম্পত্তি পুর-করের বাইরে না থাকে, তা নিশ্চিত করতেই এই পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত। নিয়মিত মিউটেশন, সঠিক নথিভুক্তিকরণ এবং নতুন নির্মাণগুলিকে কর তালিকায় আনা, এই তিন দিকেই এখন বিশেষ নজর দিচ্ছে পুরসভা। শহর জুড়ে জমি ও সম্পত্তির ন্যায্য কর আদায় নিশ্চিত করাই বর্তমান লক্ষ্য।