বিয়ের সিজন শুরু হতেই সোনার দামে বড়সড় পরিবর্তন, মঙ্গলে বাড়ল না কমল? দেখুন রেটচার্ট

Published on:

Published on:

gold price(19)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিয়ের মরসুমে বাড়ির বিয়ের জন্য হোক বা উপহারে, কম-বেশি সোনা (Gold Price) কিনে থাকেন অনেকেই। নভেম্বর মানেই লক্ষ্মীপুজোর মতো বিয়ে। আর এই সময়েই সকলের টেনশন বাড়িয়ে দাম বাড়ল সোনার। মঙ্গলবার ১৮ নভেম্বর সোনার দাম বেড়েছে বেশ খানিকটা। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ ১৮ নভেম্বর ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে? জানুন।

পর পর কমার পর এবার ধপ করে বাড়ল সোনার দাম। মঙ্গলবার আরও দামি হল সোনা। আজ ১৮ নভেম্বর কলকাতায় সোনার দাম কততে গিয়ে দাঁড়াল? কত করে হল সোনার গ্রাম? (Gold Price) বিয়ের মরসুমের কি হলুদ ধাতুর সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে? আপডেট জেনে নিন।

আজ কত হল হলুদ ধাতুর দর? Gold Price

মঙ্গলবার একলাফে বাড়ল সোনার দাম, উর্দ্ধমুখী গ্রাফ। এদিন ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১১৮১৫ টাকা। একদিনে ৩০টাকা দাম বেড়েছে। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৮১৫০ টাকা। গতকালের তুলনায় এদিন প্রতি ১০ গ্রামের দাম ৩০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১১৮১৫০০ টাকা।

একইভাবে ২৪ ক্যারাট সোনার দামও এদিন বেড়েছে। মঙ্গলবার ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২৪৩০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২৪৩০০ টাকা। একদিনে প্রতি ১০ গ্রামে ৩০০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে খুচরো পাকা সোনার ক্ষেত্রে।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। বর্তমানে সোনার বাজার উঠছে আর নামছে।

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। তবে সবটাই অনুমান।

Gold Price

আরও পড়ুন: আজ SSC নিয়োগ মামলার একাধিক শুনানি! কোন কোন কেসের রায় বেরোবে আজ? জানুন বিস্তারিত

এদিন সোনার দাম বাড়লেও রুপোর দাম কমেছে। রুপোলি ধাতুর দাম কিছুটা কমেছে মঙ্গলে। এদিন ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৫৬১০ টাকা। আর এদিন ১ কেজি রুপোর দাম কমে হয়েছে এক লক্ষ ৫৬ হাজার ১০০ টাকা। দাম ২০০ টাকা কমেছে এক দিনে।