বাংলাহান্ট ডেস্ক : ব্লু লাইনে মেট্রো (Kolkata Metro) জট অব্যাহত। ব্যস্ত সময়ে আবারও সমস্যা দেখা দিল দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশনের মধ্যে দেরিতে চলছে মেট্রো। বরানগর স্টেশনে দীর্ঘক্ষণ মেট্রো (Kolkata Metro) দাঁড়িয়ে থাকায় ব্যস্ত সময়ে বড়সড় সমস্যার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে বার্তায় বলা হয়েছে, সিগন্যালিংয়ের জেরে হতে পারে এই সমস্যা।
মঙ্গলবার সকালে ফের মেট্রো (Kolkata Metro) বিভ্রাট ব্লু লাইনে
একটি বার্তায় মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার রাতে পেট্রোলিং চলার সময় বরানগর এবং নোয়াপাড়ার মাঝে একাধিক জায়গায় সিগন্যালিংয়ের কেবল কাটা রয়েছে বলে লক্ষ্য করেন মেট্রো (Kolkata Metro) রেল কর্মীরা। নতুন কেবল লাগিয়ে দ্রুত পরিস্থিতি ঠিক করার চেষ্টাও করা হয়। কিন্তু এখনও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ম্যানুয়াল সিগন্যাল ব্যবহার করা হচ্ছে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে। সেই কারণেই এদিন মেট্রো চলাচলে বিলম্ব হতে পারে বলে মনে করা হচ্ছে।

স্টেশনে দাঁড়িয়ে মেট্রো: এর জেরেই মঙ্গলবার সকালে বরানগর স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেছে মেট্রো। কিন্তু কেবল কাটল কীভাবে? সে বিষয়ে অবশ্য মেট্রো কর্তৃপক্ষের তরফে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। তবে এ ধরণের সমস্যা এখন নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। মূলত ব্লু লাইনেই এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
আরও পড়ুন : শীত পড়তে না পড়তেই হু হু করে বাড়ল ডিমের দাম, কত খরচা হবে এক ট্রে কিনতে?
ব্লু লাইনে অব্যাহত সমস্যা: মেট্রোর (Kolkata Metro) সময়সূচিতে গণ্ডগোল, মেট্রো দেরিতে আসা থেকে কোনও কোনও স্টেশনে হঠাৎ মেট্রো দাঁড়িয়ে পড়ার মতো সমস্যা লেগেই রয়েছে। পুজোর সময় মেট্রো ভালো পরিষেবা দিলেও তারপর থেকেই একের পর এক সমস্যা লেগেই রয়েছে ব্লু লাইনে।
আরও পড়ুন : শীত পড়তেই থিকথিকে ভিড় দিঘায়, দুটি স্পেশ্যাল ট্রেনের সময়সীমা বাড়াল রেল
যাত্রীদের অধিকাংশের অভিযোগ, নতুন রুটগুলি উদ্বোধনের পরেই ব্লু লাইনে নিত্যনতুন সমস্যা শুরু হয়েছে। বিশেষ করে অফিস টাইমে সমস্যার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের।












