বাংলা হান্ট ডেস্ক: আর্থিক দিক থেকে সতর্ক থাকতে কে না চান? কিন্তু, বর্তমান সময়ে একটু অসাবধান হলেই ঘটে যেতে পারে জালিয়াতির ঘটনা। শুধু তাই নয়, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জালিয়াতির ঘটনাও। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন সাধারণ মানুষ। এমনকি, নিজেদের অজান্তেই অনেকেই সর্বশান্ত হয়ে পড়ছেন। এখন দেশজুড়ে দ্রুত বাড়ছে Insurance Fraud, Mis-Selling আর Mediclaim Rejection নিয়ে মানুষের অভিযোগ। হাসপাতালের বিল রিজেক্ট হওয়া থেকে শুরু করে ব্যাঙ্ক বা Insurance Agent–এর মিস-সেল… মানুষের জীবনজুড়ে এগুলি তৈরি করছে ভয়াবহ সঙ্কট।
Ai Recovery & High-Value Services সেন্টার:
অনেকেই জানিয়েছেন যে, Fixed Deposit থেকে শুরু করে চাকরি, বিদেশ ভ্রমণ বা Loan দেওয়ার নাম করে তাঁদের বিভ্রান্ত করে নতুন পলিসি করিয়ে নেওয়া হয়েছে। যা পরে জানা গেছে সেটা ছিল এক প্রকার প্রতারণা। এভাবেই প্রতিদিন IRDA থেকে শুরু করে Ombudsman, Consumer Forum বা এমনকি RBI-এর নাম ভাঙিয়ে ঘটছে অসংখ্য Fraud। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে— আপনিও কি সেই প্রতারণার শিকার?
এমনকি, পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে, অনেকে Insurance করতে গিয়ে তাঁদের জমি, গয়না পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছেন। যার ফলে তাঁরা হয়েছেন সর্বশান্ত। এমতাবস্থায়, এহেন লড়াই করতে করতে ভেঙে পড়েছেন অসংখ্য পরিবার। শুধু তাই নয়, এহেন পরিস্থিতির সম্মুখীন হয়ে তাঁরা কোথায় গেলে সমাধান পাবেন সেই উত্তরও অনেকেই জানেন না। তবে বর্তমান প্রতিবেদনে আজ আমরা সেই উত্তরই উপস্থাপিত করব। মূলত, এই প্রতিবেদনে আমরা জানাব Ai Recovery & High-Value Services সেন্টারের প্রসঙ্গে। ২০১৪ সাল থেকে সংস্থাটি Insurance Claim ও Mis-Selling Recovery–র জন্য কাজ করে যাচ্ছে।
সংস্থাটি দাবি করছে যে, তারা ইতিমধ্যেই কয়েক হাজার গ্রাহককে তাদের কষ্টের টাকা ফিরিয়ে দিয়েছেন। এছাড়াও, মাত্র ৯০ দিনে ৯০ শতাংশ কেস সফলভাবে সমাধান হয়েছে।

AI Recovery মূলত কী কী বিষয়ে কাজ করে:
* Mediclaim Rejection
* Insurance Mis-Selling
* FD–Loan–Job–Travel-এর নামে করানো পলিসি Fraud
* Bonus / IRDA / Ombudsman / Consumer Forum Scam
* পুরোনো পলিসির Refund
* Banking–Insurance Linked Mis-Selling
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “এখানে মানুষ শুধু অভিযোগ জানালেই যথেষ্ট। বাকি সমস্ত Documentation, Evidence Analysis এবং Investigation আমরা করি।” সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আগে কোনও টাকা লাগে না। অর্থাৎ No Success, No Fees। এছাড়াও, AI Recovery–র 24×7 Expert Team
প্রতিটি কেস আলাদাভাবে বিশ্লেষণ করে প্রয়োজনীয় নথিপত্র, আইনি গাইডেন্স ও রিকভারি প্রক্রিয়া অত্যন্ত যত্নের সঙ্গে পরিচালনা করে।

সতর্কবার্তা: জানিয়ে রাখি যে IRDA, RBI অথবা Consumer Forum-এর নামে সন্দেহজনক ফোন বা মেসেজ বিশ্বাস করবেন না। Bank–Insurance Agent-এর চাপ বা অতিরিক্ত লাভজনক অফারের ফাঁদে পড়বেন না। এছাড়াও, কোনও Claim Problem হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন: আন্দ্রে রাসেলকে KKR থেকে বাদ দেওয়ার নেপথ্যে রয়েছেন কে? চাঞ্চল্যকর দাবি করলেন মহম্মদ কাইফ
AI Recovery সম্পর্কে অফিসিয়াল তথ্য:
Official Disclaimer: AI Recovery ইন্সুরেন্স ক্লেম রিকভারি, মিস-সেলিং বিরোধ, প্রতারণা সংক্রান্ত সহায়তা এবং কনজিউমার সচেতনতা বিষয়ে পেশাদার পরামর্শ ও ডকুমেন্টেশন সাপোর্ট প্রদান করে।
👉 সংস্থাটি কোনও ইন্সুরেন্স কোম্পানির প্রতিনিধি নয়।
👉 সংস্থাটি কোনও ইন্সুরেন্স পলিসি বিক্রি করে না, প্রচার করে না বা প্রোমোটও করে না।
আরও পড়ুন: কোটি কোটি গ্রাহক হবেন লাভবান! এবার বড় পদক্ষেপ গ্রহণ করল SBI, জানুন এখনই
Office Address & Contact Details:
AI Recovery & High-Value Services
Saltee Plaza Building
Room No. 602, 6th Floor
Saltee Plaza 1, Jessore Road
North Dumdum, Kolkata – 700080
Landmark: ILS Hospital-এর পাশে, নাগেরবাজার
📞 Contact Numbers:
+91 90738 88086
+91 90738 88089
+91 33 4813 2448
📱 WhatsApp: +91 90738 88086
📧 Email: grievance@allinsurancerecovery.in
🌐 Website: http://aiclaimrecovery.com












