বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়া প্রায় নিশ্চিত বলে মনে হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী দ্বিতীয় টেস্ট আগামী ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে সম্পন্ন হবে। তবে, গিল টিম ইন্ডিয়ার (India National Cricket Team) সাথে গুয়াহাটিতে ভ্রমণ সফর করবেন না বলে জানা হয়েছে। ইতিমধ্যেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সঙ্গে সম্পর্কিত সূত্রগুলি সংবাদ সংস্থা PTI-কে গিলের গুয়াহাটি না যাওয়ার তথ্য দিয়েছে। এমনও খবর সামনে আসছে যে, চিকিৎসকরা গিলকে আপাতত বিমানে না ওঠার পরামর্শ দিয়েছেন। আর সেই কারণেই গিল গুয়াহাটি যাচ্ছেন না।
দ্বিতীয় টেস্টে খেলবেন না গিল (Shubman Gill)?
দ্বিতীয় টেস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: জানিয়ে রাখি যে কলকাতায় প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর, দ্বিতীয় টেস্টটি টিম ইন্ডিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সিরিজে হার এড়াতে গেলে, ভারতের কাছে একমাত্র পথ হল গুয়াহাটি স্টেডিয়ামে সম্পন্ন হতে চলা টেস্টে জয়লাভ করা। কিন্তু, ওই ম্যাচের আগে অধিনায়ক গিলের চোট দলের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে: PTI-এর এক রিপোর্ট অনুযায়ী, শুভমান গিলকে আগামী ৪ থেকে ৫ দিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে, চিকিৎসকদের এই সিদ্ধান্তের ফলে তাঁর পক্ষে দলের সঙ্গে দ্বিতীয় টেস্টের জন্য গুয়াহাটিতে ভ্রমণ করা কঠিন হয়ে পড়েছে। তবে, সূত্র জানিয়েছে যে গিলের চোট প্রতিদিন মূল্যায়ন করা হচ্ছে এবং মঙ্গলবার তাঁর গুয়াহাটি যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
গিল কবে চোট পান: উল্লেখ্য যে, কলকাতা টেস্টে ভারতের প্রথম ইনিংসে ব্যাট করার সময় শুভমান গিল চোট পান। ৩ বলে ৪ রান করার সময় তিনি ঘাড়ে ব্যথা অনুভব করেন এবং গিল মাঠ ছাড়েন। এদিকে, গিল দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে পারেননি।
আরও পড়ুন: আন্দ্রে রাসেলকে KKR থেকে বাদ দেওয়ার নেপথ্যে রয়েছেন কে? চাঞ্চল্যকর দাবি করলেন মহম্মদ কাইফ
উল্লেখ্য যে, যদি শুভমান গিল গুয়াহাটি টেস্টে না খেলেন, সেক্ষেত্রে ২০২৪ সালের অক্টোবরের পর এটিই হবে প্রথমবারের মতো যে তিনি কোনও টেস্ট ম্যাচ মিস করবেন। সেই সময়ে গিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেননি।












