বাংলা হান্ট ডেস্ক: দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক SBI (State Bank of India) তার অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। যেটি নিঃসন্দেহে জেনে রাখা প্রয়োজন গ্রাহকদের। মূলত, SBI একটি বড় পরিষেবা বন্ধ করতে চলেছে। এর ফলে অনেক ব্যবহারকারীর টাকা পাঠানোর ক্ষেত্রে অসুবিধা হবে। প্রাপ্ত তথ্য জানা গিয়েছে যে, আগামী ১ ডিসেম্বর থেকে, SBI গ্রাহকরা আর mCASH ফিচারটি ব্যবহার করতে পারবেন না। এই বিষয়ে তথ্য প্রদান করে স্টেট ব্যাঙ্ক জানিয়েছে যে, আগামী ৩০ নভেম্বর, ২০২৫-এর পর থেকে OnlineSBI এবং YONO Lite-এ mCASH পাঠানো এবং ক্লেম করার সুবিধা আর পাওয়া যাবে না। এদিকে, ব্যাঙ্কের এই সিদ্ধান্তের পর, পূর্বে এই পরিষেবা ব্যবহার করা গ্রাহকেরা আর এটি ব্যবহার করতে পারবেন না।
বড় সিদ্ধান্ত নিল SBI (State Bank of India):
জানিয়ে রাখি যে, mCASH পরিষেবা গ্রাহকদের টাকা পাঠানোর একটি সুবিধাজনক উপায় হিসেবে বিবেচিত হত। যার মাধ্যমে গ্রাহকরা শুধুমাত্র ব্যবহারকারীর মোবাইল নম্বর বা ইমেল আইডি ব্যবহার করে লেনদেন করতে পারতেন। এই পরিষেবাটি ছোট লেনদেন এবং তাৎক্ষণিক অর্থ প্রদানের জন্য তৈরি হয়েছিল। তবে, গ্রাহকরা আগামী ১ ডিসেম্বর থেকে আর এই ফিচারটি অ্যাক্সেস করতে পারবেন না।

কেন mCash পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে: বিষয়টির পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কটি জানিয়েছে যে, mCash পুরনো প্রযুক্তিতে চলছিল। যা আজকের যুগে দ্রুত বা সম্পূর্ণ নিরাপদ ছিল না। তাই, এই পদ্ধতিকে বিদায় জানিয়ে, SBI ডিজিটাল পেমেন্টকে আরও শক্তিশালী, দ্রুত এবং আরও নির্ভরযোগ্য করে তুলতে চায়। এমতাবস্থায়, যদি আপনি এখনও mCash ব্যবহার করেন, তাহলে দ্রুত UPI-তে স্যুইচ করুন। নাহলে ৩০ নভেম্বরের পরে আপনি এটি ব্যবহার করতে পারবেন না।
আরও পড়ুন: চিকিৎসকরা দিলেন বিমানে না ওঠার পরামর্শ! দ্বিতীয় টেস্টে খেলবেন না অধিনায়ক শুভমান গিল?
SBI ১ ডিসেম্বর, ২০২৫ থেকে তাদের পুরনো mCash পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই তারিখের পরে mCash ব্যবহার করে আর অর্থ স্থানান্তর সম্ভব হবে না। ব্যাঙ্কটি তাদের ওয়েবসাইটে স্পষ্টভাবে জানিয়েছে যে গ্রাহকদের এখন UPI, IMPS, NEFT এবং RTGS-এর মতো নতুন এবং অত্যন্ত নিরাপদ পদ্ধতি ব্যবহার করা উচিত।
গ্রাহকেরা কী প্রভাবিত হবেন: উল্লেখ্য যে, mCash বন্ধ করলে গ্রাহকদের কোনও সমস্যা হবে না। SBI-এর জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেছে। এবার গ্রাহকেরা BHIM SBI Pay, UPI অ্যাপ, IMPS, অথবা অন্যান্য ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সহজেই টাকা পাঠাতে পারবেন। এই পদ্ধতিগুলি কেবল দ্রুতই নয়, অত্যন্ত নিরাপদও। বিশেষ করে BHIM SBI Pay অ্যাপটি এত ফাস্ট যে কোনও ব্যাঙ্কে না গিয়েই টাকা পাঠাতে বা গ্রহণ করতে মাত্র ২ মিনিট সময় লাগে। লক্ষ লক্ষ গ্রাহক ইতিমধ্যেই এটি ব্যবহার করছেন এবং তাঁরা সন্তুষ্ট। BHIM SBI Pay ব্যবহার করে টাকা পাঠানোও খুব সহজ। প্রথমে অ্যাপটি খুলে, লগ ইন করে “পে” বাটন ক্লিক করতে হবে। ৩ টি অপশন প্রদর্শিত হবে। যেখানে VPA (যেমন, name@sbi), অ্যাকাউন্ট নম্বর প্লাস IFSC, অথবা একটি QR কোড স্ক্যান করতে বলা হবে আপনি আপনার পছন্দের সুবিধাটি নির্বাচন করতে পারেন। তারপর আপনার ডেবিট অ্যাকাউন্ট নির্বাচন করতে পারেন এবং টিক মার্ক ক্লিক করুন। আপনার UPI পিনটি দিলেই টাকা অন্য ব্যক্তির অ্যাকাউন্টে স্থানান্তরিত করার অপশন মিলবে।












