নথিপত্র ছাড়াই ২০১০ থেকে বাংলায়! SIR আতঙ্কে অবৈধ বাংলাদেশিদের ফেরার হিড়িক, কটাক্ষ সুকান্তর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে চলছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনী। সমগ্র দেশেরই অংশ হিসেবে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। বিরোধীরা প্রথম থেকেই দাবি করে আসছে, ভোটার তালিকায় সংশোধনী শুরু হলেই দলে দলে বেরিয়ে পড়বে অবৈধ ভোটার। সেই আশঙ্কা সত্যি করেই এবার সামনে এল এক চাঞ্চল্যকর দৃশ্য। ওপারে ফিরে যাওয়ার জন্য দলে দলে অপেক্ষারত অবৈধ বাংলাদেশিদের ভিডিও তুলে ধরলেন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরার ভিডিও পোস্ট সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সাংসদ সুকান্ত মজুমদার। পোস্টে তিনি উল্লেখ করেছেন, ভিডিওটি উত্তর ২৪ পরগণার হাকিমপুর চেকপোস্টের। সেখানে ভিড় করে বসে থাকতে দেখা যাচ্ছে বহু মানুষকে। তাঁদের কয়েকজনকে প্রশ্ন করতে জানা যায়, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এপারে এসেছিলেন তাঁরা। একজন জানালেন, তিনি বিগত পাঁচ মাস ধরে ছিলেন দমদমে। সীমান্ত পেরোনোর সময় কেউ কোনও নথি নাকি দেখতে চায়নি।

Sukanta Majumdar shared video of illegal bangladeshi returning in fear of SIR

এসআইআর এর ভয়ে দেশে ফেরা: ভিডিওতে আরেক ব্যক্তিকে বলতে শোনা যায়, টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে বহু মানুষই এপারে এসে থাকছিলেন পশ্চিমবঙ্গে। কোনও নথিপত্র ছাড়াই সেই ২০১০ সাল থেকে এপারে তিনি রয়েছেন বলে মন্তব্য করতে শোনা যায় তাঁকে। ভিডিওতে তাঁদের এও স্বীকার করতে শোনা যায়, এসআইআর এর ভয়েই নাকি তাঁরা ফের বাংলাদেশে ফেরত যাচ্ছেন। ভিডিওটি শেয়ার করে তৃণমূলকে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

আরও পড়ুন : শীতের সন্ধ্যায় বিনস গাজর দিয়ে বানান সুস্বাদু ঘরোয়া স্যুপ, হালকা খিদের জন্য পারফেক্ট

কটাক্ষ শানালেন সুকান্ত: তিনি লিখেছেন, ‘দলে দলে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীরা যারা সাম্প্রতিককালে শাসকদল তৃণমূল কংগ্রেস এবং ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার বদান্যতায় এবং আতিথেয়তায় পশ্চিমবঙ্গের যত্রতত্র উৎসবের মেজাজে বসবাস করছিল, তারা এই মুহূর্তে অপেক্ষা করছে আন্তর্জাতিক সীমান্ত খোলার এবং বাংলাদেশে ফিরে যাওয়ার! এবং ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরে তারা প্রকাশ্যে স্বীকার করছে যে, SIR (বিশেষ নিবিড় সংশোধনী) এর চাপেই তারা পশ্চিমবঙ্গ ছেড়ে এক এক করে বেরিয়ে যাচ্ছে।’

আরও পড়ুন : ভোটের আগে সম্প্রীতির ডাক, SIR চলাকালীন ‘মেগা শো’ তৃণমূলের, থাকবেন মমতা-অভিষেক

এরপরেই সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিজেপি সাংসদ। তিনি পোস্টে লিখেছেন, ‘ব্যর্থ মুখ্যমন্ত্রী Mamata Banerjee তাঁর তোষণের সাম্রাজ্য এবং গদি বাঁচাতে এতদিন কত যত্ন নিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের লালন-পালন করছিলেন, এই ছবিই তার অকাট্য প্রমাণ। তাঁর সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে গিয়ে রাজ্যের তথা দেশের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার আর তাঁর মিথ্যাচার চলবে না। এক এক করে অবৈধ অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ থেকে বের করা হবে। এবার পশ্চিমবঙ্গের জঙ্গলরাজও শেষ হবে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিসর্জন নিশ্চিত করতে বদ্ধপরিকর বাংলার মানুষ।’