তিন ঘন্টার বৈঠকে মুখোমুখি জিতু-দিতিপ্রিয়া, কী ভবিষ্যৎ ‘চিরদিনই তুমি যে আমার’এর?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : জিতু-দিতিপ্রিয়া বিতর্কে উত্তাল হয়ে রয়েছে টেলিপাড়া। মূল নায়ক নায়িকার মধ্যেই অফস্ক্রিন দ্বন্দ্বে প্রভাব পড়ছে সিরিয়ালে (Serial)। সর্বসমক্ষেই পরস্পরের বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁরা। সম্প্রতি জিতু আবারও অভিযোগ করেছেন, দিতিপ্রিয়া নাকি তাঁর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে রাজি নন। এমতাবস্থায় ‘চিরদিনই তুমি যে আমার’ এর প্রযোজনা সংস্থা এসভিএফ দুই তারকাকে নিয়ে মিটিংয়ে বসতে পারে বলে শোনা গিয়েছিল। সোমবারই হল সেই মিটিং।

সিরিয়ালের (Serial) জন্য মুখোমুখি বৈঠকে জিতু-দিতিপ্রিয়া

এদিন মিটিংয়ে জিতু দিতিপ্রিয়াকে মুখোমুখি বসিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলে। প্রায় তিন ঘন্টা ধরে মিটিং হয় বলে খবর। কিন্তু সমাধান কি কিছু বেরোলো? নায়ক নায়িকার বিতর্কের জেরে সিরিয়াল মাঝপথেই বন্ধ হয়ে যেতে পারে বলে শোনা গিয়েছিল। আবার এমনও গুঞ্জন উঠেছিল, জিতু নাকি সরে দাঁড়াতে পারেন ধারাবাহিক (Serial) থেকে। ওদিকে দিতিপ্রিয়াকেও বাদ দেওয়ার দাবি উঠেছিল জোরালো। শেষমেষ কী ঠিক হল?

What decision taken for chirodini tumi je amar serial

কী সিদ্ধান্ত হল বৈঠকে: সূত্রের খবর, কোনও সিদ্ধান্তেই নাকি আসা যায়নি এদিনের মিটিংয়ে। উপরন্তু মেটেনি ঝামেলাও। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশা জাগলেও তা ফলপ্রসূ হয়নি। নির্ধারিত হয়নি ধারাবাহিকের ভবিষ্যৎ। এই পরিস্থিতিতে আগামীতে চিরদিনই তুমি যে আমার এর পরিণতি কী হবে তাও এখন স্পষ্ট নয়।

আরও পড়ুন : শীতের সন্ধ্যায় বিনস গাজর দিয়ে বানান সুস্বাদু ঘরোয়া স্যুপ, হালকা খিদের জন্য পারফেক্ট

টিআরপিতে প্রভাব পড়ার আশঙ্কা: জনপ্রিয়তার দিক দিয়ে প্রথম দিকেই থাকবে চিরদিনই তুমি যে আমার। ভিন্ন ধরণের গল্প, প্রতিভাবান স্টারকাস্ট দিয়ে সাজানো সিরিয়ালটি দর্শকরা প্রথম থেকেই বেশ পছন্দ করছিলেন। নায়ক নায়িকার মধ্যে অফস্ক্রিনেও বয়সের বেশ ফারাক থাকলেও তাঁদের রসায়ন নজর কেড়েছিল।

আরও পড়ুন : নথিপত্র ছাড়াই ২০১০ থেকে বাংলায়! SIR আতঙ্কে অবৈধ বাংলাদেশিদের ফেরার হিড়িক, কটাক্ষ সুকান্তর

দর্শকরা পছন্দ করতেই পাল্লা দিয়ে বেড়েছিল সিরিয়ালের টিআরপি। কিন্তু বর্তমানে যেভাবে নায়ক নায়িকার মধ্যে দ্বন্দ্ব বেড়েই চলেছে, এতে টিআরপিতে প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করছেন দর্শকরা।