১,৪০০ কোটির ডিফেন্স প্রজেক্ট পেল এই সংস্থা! ৫ বছরে শেয়ারে মিলেছে ১,২৫০ শতাংশেরও বেশি রিটার্ন

Published on:

Published on:

This stock has given great returns in the share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) নিয়মিতভাবে বিনিয়োগ করে থাকেন বহু বিনিয়োগকারী। তবে, শেয়ার বাজারে বিনিয়োগে কিছুটা ঝুঁকি থাকলেও সঠিক শেয়ারে বিনিয়োগ করলে হওয়া যায় লাভবান। বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেই রকমই আগে লাভজনক শেয়ারের প্রসঙ্গ উপস্থাপিত করব। মূলত, আমরা আপনাদের জানাবো, সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেডের (Solar Industries India Ltd) শেয়ারের প্রসঙ্গে। ইতিমধ্যেই এই কোম্পানিটি ১,৪০০ কোটি টাকার এক্সপোর্ট অর্ডার পেয়েছে। কোম্পানিটি ৪ বছরের মধ্যে এই প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে। কোম্পানিটি জানিয়েছে যে, এটি তাদের সেগমেন্টের সবচেয়ে দীর্ঘ এক্সপোর্ট অর্ডার। এদিকে, এই ওয়ার্ক অর্ডার প্রাপ্তির সঙ্গে সঙ্গে, কোম্পানির ওয়ার্ক অর্ডার দ্রুত বৃদ্ধি পেয়েছে।

এই কোম্পানির শেয়ার (Share Market) দিয়েছে দুর্দান্ত রিটার্ন:

কোম্পানির আর্থিক অবস্থা: জানিয়ে রাখি, সোলার ইন্ডাস্ট্রিজ ইন্টারন্যাশনাল লিমিটেড সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভালো ফলাফল প্রদর্শন করেছে। এই ত্রৈমাসিকে রেভিনিউ আয় গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেড়ে ৯৬০ কোটি টাকা হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সোলার ইন্ডাস্ট্রিজ ইন্টারন্যাশনাল লিমিটেডের নিট মুনাফা ২০.৬০ শতাংশ বেড়ে ৩৪৫ কোটি টাকা হয়েছে।

This stock has given great returns in the share market.

চলতি অর্থবর্ষের প্রথমার্ধে, কোম্পানিটি ডিফেন্স সেগমেন্ট থেকে ৯০০ কোটি টাকা আয় করেছে। প্রথমার্ধে মোট আয় ছিল ৪,২৩৭ কোটি টাকা। যা বার্ষিক ভিত্তিতে ৪২ শতাংশ বেশি। কোম্পানিটি আশা করছে যে এই অর্থবর্ষে রেভিনিউ ১০,০০০ কোটি টাকায় পৌঁছবে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ১ ডিসেম্বর থেকেই বন্ধ হচ্ছে SBI-র এই বিশেষ পরিষেবা, টাকা পাঠানোর আগে নিন জেনে

শেয়ারের দাম: মঙ্গলবার, কোম্পানির শেয়ারের দাম ১৩৭৭২.৬৫ টাকায় বন্ধ হয়েছে। ২০২৫ সালে কোম্পানির শেয়ারের দাম ৩৯ শতাংশ বেড়েছে। এদিকে, ১ বছরে কোম্পানির শেয়ারের দাম ৪১ শতাংশ বেড়েছে। কোম্পানির ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য হল ১৭,৮০৫ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য ৮,৪৭৯.৩০ টাকা। এই সংস্থার মার্কেট ক্যাপ ১.২৪ লক্ষ কোটি টাকা। জানিয়ে রাখি যে, সোলার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম ২ বছরে ৮৬ শতাংশ বেড়েছে। এদিকে, ৩ বছরে এই শেয়ারের দাম ২৪৮ শতাংশ বেড়েছে। BSE-তে ৫ বছরে এই কোম্পানির শেয়ার ১,২৭৮ শতাংশ রিটার্ন দিয়েছে।

আরও পড়ুন: চিকিৎসকরা দিলেন বিমানে না ওঠার পরামর্শ! দ্বিতীয় টেস্টে খেলবেন না অধিনায়ক শুভমান গিল?

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।