বাংলা হান্ট ডেস্কঃ বিচারপতি পদে থাকাকালীনও তার সঙ্গে তৃণমূলের সংঘাতের সাক্ষী থেকেছে গোটা বাংলা। আর সম্প্রতি সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই (Abhijit Gangopadhyay) কলকাতা হাই কোর্টের বিচারপতির পদ ত্যাগ করে যোগ দিয়েছেন বিজেপিতে (BJP)। বর্তমানে সেই অল্প আঁচে জ্বলতে থাকা সংঘাত তুঙ্গে। বিচারপতি থাকাকালীন বহু মানুষের চাকরি খেয়েছেন বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এই কথাতেই প্রাক্তন জাস্টিসকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার এল তার পাল্টা প্রতিক্রিয়া।
চোট সারিয়ে বর্তমানে বিরাট ভোটপ্রচারে ব্যস্ত মমতা। উত্তরবঙ্গের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জোড়াফুল প্রার্থীদের সমর্থনে করছেন সভা। শুক্রবার আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইকের সমর্থনে করা সভায় দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে রীতিমতো তুলোধোনা করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘বিচারপতির আসনে বসে অনেক মানুষের চাকরি খেয়েছেন। আর এখন তৃণমূল নাম করে যা খুশি বলে বেড়াচ্ছেন’।
এখানেই থেমে থাকেন নি মমতা। তিনি আরও বলেন, ‘এবার আপনার বিচার হবে। এটা জনগণের আদালত। এখানে জনগণ আপনার বিচার করবে জনগণের আদালতে। সেজন্যই আপনার বিরুদ্ধে ছাত্রনেতা দেবাংশুকে প্রার্থী করেছি। আমি চাই দেবাংশু ছুটে ছুটে আপনাকে হারাক। জনগণের ভোটে আপনি ওর কাছে পরাজিত হন।’
আরও পড়ুন: মমতা এই কাজ করলেই এনে দেবেন ৩০০ কোটি! বিরাট ‘প্রতিশ্রুতি’ সুকান্তর, কী করতে হবে মুখ্যমন্ত্রীকে?
এদিকে মমতার চাকরি খাওয়ার দাবি তুড়ি মেরে উড়িয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী। অভিজিতের পাল্টা দাবি, ‘জেনে বুঝে উনি মিথ্যে কথা বলছেন মমতা।’ গতকাল মমতার অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলে প্রাক্তন জাস্টিস বলেন, ‘উনি যোগ্যদের বাদ দিয়ে অনেক অযোগ্যদের চাকরি দিয়েছেন। টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিয়েছেন উনি। আর এখন সব জেনে মিথ্যে বলছেন।’