আচমকাই বড় সিদ্ধান্ত BCCI-র! এই দেশের বিরুদ্ধে স্থগিত হল সিরিজ

Published on:

Published on:

BCCI suddenly takes a big decision.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের মহিলা বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়া বর্তমানে বিরতিতে রয়েছে। আগামী মাসে তাদের মাঠে ফেরার কথা ছিল। তবে, এই আবহে BCCI একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। মূলত, BCCI ভারতীয় মহিলা দলের পরবর্তী সিরিজ স্থগিত করেছে। ফলস্বরূপ, ভারতীয় ক্রিকেট অনুরাগীদের এখন বিশ্বচ্যাম্পিয়ন দলের মাঠে প্রত্যাবর্তনের জন্য আরও অপেক্ষা করতে হবে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড ইতিমধ্যেই সফরকারী দলকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে।

বড় সিদ্ধান্ত BCCI-র:

এই দেশের বিরুদ্ধে সিরিজ হচ্ছে না: ভারতীয় মহিলা ক্রিকেটের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে আগামী ডিসেম্বরে বাংলাদেশ মহিলা দলের ভারত সফর স্থগিত করা হয়েছে। ৩ টি ODI এবং ৩ টি T20 অন্তর্ভুক্ত থাকা ওই সিরিজটি স্থগিত করা হয়েছে।

BCCI suddenly takes a big decision.

ইএসপিএনক্রিকইনফোর এক রিপোর্ট অনুসারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) একজন আধিকারিক নিশ্চিত করেছেন যে, তাঁরা ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। যেখানে সফরটি পরবর্তী তারিখ পর্যন্ত স্থগিত করার কথা উল্লেখ করা হয়েছে। জানিয়ে রাখি যে, ২ দলের মধ্যে এই T20 সিরিজটি ২০২৬ সালের মহিলা প্রিমিয়ার লিগের আগে ভারতের শেষ T20 সিরিজ হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে এন্ট্রি দুই তারকা খেলোয়াড়ের! গিলের প্রসঙ্গেও মিলল বড় আপডেট

এদিকে, ODI সিরিজটি ভারত এবং বাংলাদেশের মধ্যে নতুন মহিলা ODI চ্যাম্পিয়নশিপ চক্রের সূচনা করত। তবে অনুমান করা হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও, সিরিজটি স্থগিত করার কারণ নেপথ্যে ঠিক কোন কারণ রয়েছে এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: ঘুম উড়বে একাধিক বড় কোম্পানির! ৩১,০০০ কোটির এই বাজারের দিকে নজর আম্বানির, তৈরি মেগা প্ল্যান

পুরুষ দলের সফরও বাতিল করা হয়েছে: উল্লেখ্য যে, এর আগে, BCCI ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফরও স্থগিত করেছিল। ২০২৫ সালের অগাস্টে দুই দলের মধ্যে ৩ টি ODI এবং ৩ টি T20 ম্যাচ খেলার কথা ছিল। তবে, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) পারস্পরিক সম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছে। সফরটি পুরো এক বছরের জন্য অর্থাৎ ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে বলেও জানা গিয়েছে।