দাঁত ফোটাতে পারেনি ‘মিত্তির বাড়ি’, মিঠাইয়ের জনপ্রিয়তা সঙ্গে নিয়েই চ্যানেল বদল আদৃতের!

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার সাফল্য অভিনেতা অভিনেত্রীদের বড়পর্দায় সুযোগ করে দেয়। কিন্তু আদৃত রায়ের ক্ষেত্রে বিষয়টা হয়েছিল উলটো। ছবির হাত ধরেই কেরিয়ার শুরু করেছিলেন তিনি। কিন্তু বড়পর্দায় তেমন ছাপ ফেলতে পারেননি তিনি। তবে তাঁর কেরিয়ারের মোড় ঘুরে যায় ছোটপর্দায় (Serial) পা রাখতে। ‘মিঠাই’ সিরিয়াল আদৃতের কেরিয়ারে বড় মাইলফলক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু দ্বিতীয় সিরিয়াল ‘মিত্তির বাড়ি’ ফের হতাশ করে দর্শকদের। মিঠাই বিহীন ‘সিদ্ধার্থ’ দর্শকদের মন জয় করতে ব্যর্থ হন। সময়ের আগেই মাঝপথে ইতি টানতে হয় গল্পে।

ফের ছোটপর্দায় (Serial) ফিরছেন আদৃত!

এবার নতুন গুঞ্জন বলছে, তৃতীয় সিরিয়াল নিয়ে খুব শীঘ্রই ফিরছেন আদৃত। তবে এবার আর জি বাংলায় নয়। গুঞ্জন বলছে, স্টার জলসায় পা রাখতে চলেছেন তিনি। তাও নাকি আবার এসভিএফ প্রযোজনা সংস্থার হাত ধরে। এর আগে অবশ্য এই সংস্থারই ছবিতে কাজ করেছেন আদৃত (Adrit Roy)। কিন্তু কিছু সমস্যার জেরে মাঝপথেই থমকে ছবির কাজ। তবে কি ছবি মুক্তির আগেই ছোটপর্দায় আরেকবার ভাগ্য পরীক্ষা করাতে চান আদৃত?

Adrit Roy reportedly coming with a new serial

নায়িকা কে হচ্ছেন: নায়ক আদৃতের বিপরীতে পর্দায় কাকে দেখা যাবে? গুঞ্জন বলছে, টেলিপাড়ার কিছু জনপ্রিয় অভিনেত্রীর বিষয়ে নাকি ভাবনা চিন্তা করা হয়েছে। আবার এমনটাও শোনা যাচ্ছে, কোনও নতুন মুখকেও আনা হতে পারে আসন্ন ধারাবাহিকে। তবে এ বিষয়ে কেউই এখনও কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন : বাড়ল এসি লোকালের রুট, বিধাননগর-দমদমেও ট্রেনের জন্য প্ল্যাটফর্ম বেঁধে দিল রেল

টিআরপি তুলতে ব্যর্থ দ্বিতীয় মেগা: প্রসঙ্গত, ‘মিঠাই’ সিরিয়াল অনেক কিছু এনে দিয়েছে আদৃতকে (Adrit Roy)। জীবনসঙ্গিনীর পাশাপাশি আকাশ প্রমাণ জনপ্রিয়তাও পেয়েছেন তিনি। মিঠাই এর ‘উচ্ছেবাবু’ হয়ে মহিলা মহলে জনপ্রিয়তা বেড়েছে তাঁর। কিন্তু মিত্তির বাড়িতে সেই জনপ্রিয়তার ছাপ পড়েনি।

আরও পড়ুন : পোড়ানোর ঝক্কি নেই, এই রেসিপি মেনে বানান বেগুন ভর্তা, জমে যাবে শীতের ডিনার

এই সিরিয়ালে (Serial) প্রথম থেকেই আদৃতের বিপরীতে পারিজাতকে মেনে নিতে পারেননি অনেকেই। নায়িকা বদলের দাবি উঠেছিল বহুবার। আদৃত পারিজাতের অনস্ক্রিন রসায়ন নিয়েও উঠেছে প্রশ্ন। সেসব পুরনো কথা দূরে সরিয়ে রেখে নতুন রূপে ফিরছেন তিনি। সুখবরের আশায় অনুরাগীরা।