‘আপনারা আদালত অবমাননার মামলা করুন’, কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের প্রধান বিচারপতির, কোন মামলায়?

Published on:

Published on:

calcutta high court(64)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পরও বঞ্চিত বাংলা! এখনও ১০০ দিনের (100 days of work) কাজ প্রকল্পে কেন্দ্র টাকা না দেওয়ায় বাংলায় এই প্রকল্প চালু হয়নি। এই নিয়ে অভিযোগ তুলেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল খেতমজুর সংগঠন।

১০০ দিনের কাজ নিয়ে ফের মামলা হাইকোর্টে | Calcutta High Court

সোমবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য ওঠে। আদালতে খেতমজুর সংগঠনের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, “আদালতের নির্দেশ দেওয়ার পরও রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্প কার্যকর করা হয়নি।” একথা শুনে বিচারপতির পর্যবেক্ষণ, “তাহলে আদালত অবমাননার মামলা করুন।”

উল্লেখ্য, ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র সরকার। তবে সুপ্রিম কোর্টের সাফ নির্দেশ, মনরেগার ১০০ দিনের কাজ দ্রুত শুরু করতে হবে। একইসাথে অবিলম্বে বকেয়া অর্থ মেটানোরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, রাজ্যের দাবি, ২০২২ সালের মার্চ থেকে ৪,৫৬৩ কোটি টাকা পাওনা রয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই বাংলায় একশো দিনের কাজ বন্ধ রয়েছে। দুর্নীতি ও গরমেলের কারণেই সংশ্লিষ্ট প্রকল্পে কেন্দ্র হাত তুলে নিয়েছে বলে অভিযোগ বিজেপির। এদিকে প্রথম থেকেই তৃণমূল বলছে, বাংলাকে বঞ্চনা করতে, ভোটে হেরে প্রতিশোধ নিতে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র।

Calcutta High Court

আরও পড়ুন: লেপ-কম্বল তুলে রাখুন! দক্ষিণবঙ্গে কি শীতের ইতি? ‘খারাপ খবর’ দিল আবহাওয়া দপ্তর

এই নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে মামলার জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালত বকেয়া মিটিয়ে ১০০ দিনের কাজ দ্রুত শুরু করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রকে। তবে এখনও সেই নির্দেশ কার্যকর না হওয়ায় ফের মামলা হাইকোর্টে। আদালত সূত্রে খবর উচ্চ আদালতে এই মামলার পরবর্তী শুনানি তিন সপ্তাহ পরে।