‘রামকে কোনোকালেই পছন্দ নয়’, হনুমানের পর রঘুনন্দনকে কটাক্ষ, বড়সড় বিপাকে রাজামৌলি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় ছবির সাফল্যের অন্যতম পথিকৃৎ তিনি। তাঁর হাত ধরে দক্ষিণী ছবি প্যান ইন্ডিয়া তকমা পেয়েছে। ‘বাহুবলী’র মাধ্যমেই আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হয়েছে ভারতীয় ছবির। তিনি পরিচালক এস এস রাজামৌলি (SS Rajamouli)। তাঁর ছবি পরিচালনার দৃষ্টিভঙ্গি আজ সমগ্র বিশ্বে সমাদৃত। কিন্তু এরপরেও ট্রোলের হাত থেকে রেহাই নেই রাজামৌলির।

রামকে নিয়ে মন্তব্য করায় বিপদে এস এস রাজামৌলি (SS Rajamouli)

তাঁর সাম্প্রতিক একটি মন্তব্য নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। পরিচালক আগেই জানিয়েছিলেন, তিনি ঈশ্বরে বিশ্বাসী নন। এমনকি হনুমানজিকে নিয়ে ‘রসিকতা’ করেও বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার ফের রামকে নিয়ে মন্তব্য করে বিতর্ক বাড়িয়ে তুলেছেন তিনি।

SS Rajamouli landed in trouble for commenting about sri ram

আগেও মন্তব্য করেন রাজামৌলি: পরিচালক মন্তব্য করেন, তিনি রামকে তেমন পছন্দ করেন না। রাজামৌলির মন্তব্যটি অশ্য বহু পুরনো, সেই ২০১১ সালের। কিন্তু নেটপাড়ার বদান্যতায় তা আবারও উঠে এসেছে চর্চায়। রাজামৌলি (SS Rajamouli) এর আগে বলেছিলেন, ভগবান রামকে তাঁর কখনোই পছন্দ হয়নি। বরং প্রতিটি অবতারের মধ্যে শ্রীকৃষ্ণকে তাঁর সবথেকে বেশি পছন্দ।

আরও পড়ুন : বাড়ল এসি লোকালের রুট, বিধাননগর-দমদমেও ট্রেনের জন্য প্ল্যাটফর্ম বেঁধে দিল রেল

পরপর দেবতাদের কটাক্ষ: নতুন করে ভাইরাল হতেই রাজামৌলির এই মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। রাষ্ট্রীয় বানরসেনা নামে একটি সংগঠনের সদস্যরা রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে হায়দ্রাবাদে অভিযোগ দায়ের করেছেন পরিচালকের বিরুদ্ধে। রাজামৌলির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, সম্প্রতি হনুমানজিকে নিয়েও কটাক্ষ শানাতে দেখা যায় এস এস রাজামৌলিকে। ছোটবেলায় বাবা বিজয়েন্দ্র প্রসাদ তাঁকে বলেছিলেন, হনুমানজি সবসময় নেপথ্যে থেকে তাঁকে রক্ষা করবেন। কিন্তু সম্প্রতি ‘বারাণসী’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে কিছু প্রযুক্তিগত সমস্যা হওয়ায় রাজামৌলি কটাক্ষ করেন, কেন হনুমানজি তাঁকে দিশা দেখালেন না?

আরও পড়ুন : দাঁত ফোটাতে পারেনি ‘মিত্তির বাড়ি’, মিঠাইয়ের জনপ্রিয়তা সঙ্গে নিয়েই চ্যানেল বদল আদৃতের!

রাজামৌলির এই মন্তব্য নিয়েও ক্ষোভ ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মহলে। প্রসঙ্গত, আগামীতে মুক্তি পেতে চলেছে এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’। এই ছবির হাত ধরে বেশ অনেকদিন পর ভারতীয় ছবিতে কামব্যাক করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে থাকছেন মহেশ বাবু, পৃথ্বীরাজ সুকুমারন।