বাংলা হান্ট ডেস্ক: ভারতের মাত্র ১৪ বছর বয়সী বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) বর্তমানে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে খেলছেন। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করে তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন। যদিও পাকিস্তান এবং তারপর ওমানের বিপক্ষে বিরুদ্ধে বৈভব বড় ইনিংস খেলতে পারেননি। তবুও, এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বাধিক ছক্কা মারার রেকর্ড বৈভবের দখলে রয়েছে। এদিকে, এই তালিকায় পাকিস্তানের মাজ সাদাকাতও ঠিক তাঁর পরেই রয়েছেন। দু’জনের মধ্যে এই লড়াই অব্যাহত রয়েছে।
সবথেকে বেশি ছক্কা মেরেছেন বৈভব (Vaibhav Suryavanshi):
ভারত ও পাকিস্তান সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে: জানিয়ে রাখি যে, এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ভারত তাদের সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে, পাকিস্তানও সেমিফাইনালে পৌঁছেছে। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভারতের বৈভব সূর্যবংশী সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন। বৈভব এই টুর্নামেন্টে ৩ টি ম্যাচ খেলে এখন পর্যন্ত ১৮ টি ছক্কা মেরেছেন। পাকিস্তানের মাজ সাদাকাতও তার থেকে খুব বেশি পিছিয়ে নেই। তিনি ১৬ টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে আছেন।

সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সাদাকাত শীর্ষে: উল্লেখ্য যে, এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় মাজ সাদাকাত বৈভব সূর্যবংশীর থেকে কিছুটা এগিয়ে রয়েছেন। তিনি ৩ টি ম্যাচে ২১২ রান করেছেন। যেখানে বৈভব সূর্যবংশী করেছেন ২০১ রান। এর অর্থ এখানেও ব্যবধান বেশ কম।
আরও পড়ুন: রিঙ্কু সিংয়ের সঙ্গে অবিচার? সেঞ্চুরির পর সেঞ্চুরি করেও টিম ইন্ডিয়ার টেস্ট দলে কেন মিলছে না সুযোগ?
এদিকে, উভয় দলই সেমিফাইনালে উঠেছে। এমতাবস্থায়, এই ২ খেলোয়াড়ের মধ্যে উভয়েরই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। যদি উভয় দলই তাদের নিজ নিজ সেমিফাইনালে জয়লাভ করে, তাহলে ফাইনালটি ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পন্ন হতে পারে।
আরও পড়ুন: আচমকাই বড় সিদ্ধান্ত BCCI-র! এই দেশের বিরুদ্ধে স্থগিত হল সিরিজ
২১ নভেম্বর সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর ফাইনাল সম্পন্ন হবে: এশিয়া কাপ রাইজিং স্টারসের ২ টি সেমিফাইনালই ২১ নভেম্বর সম্পন্ন হবে। এর অর্থ হল, ওই দিনে উভয় খেলোয়াড়ই আবার মাঠে নামবেন। তবে, তাঁরা একে অপরের মুখোমুখি হবে না। যদি উভয় দল তাদের ম্যাচ জিতে ফাইনালে স্থান নিশ্চিত করে, তাহলে ২৩ নভেম্বর এশিয়া কাপ রাইজিং স্টার্স ফাইনালের দিন, বৈভব এবং সাদাকাতের মধ্যে কে সবচেয়ে বেশি ছক্কা মারবেন এবং রানের দিক থেকে এগিয়ে থাকবেন সেটি প্রত্যক্ষ করা ক্রিকেট অনুরাগীদের কাছে অত্যন্ত রোমাঞ্চকর হয়ে উঠবে।












