U-19 World Cup-এ ভারত-পাকিস্তানের মধ্যে হবে না কোনও ম্যাচ? ICC-র জারি করা শিডিউলে বড় চমক

Published on:

Published on:

ICC unveils schedule for U-19 World Cup 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা ICC আগামী বছরে সম্পন্ন হতে চলা অনূর্ধ্ব-১৯ পুরুষদের বিশ্বকাপ ২০২৬ (U-19 World Cup 2026)-এর প্রসঙ্গে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। মূলত, আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে সম্পন্ন হতে চলা এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বে কোনও ম্যাচ হবে না। ICC (International Cricket Council) তাদের সিদ্ধান্তে সবাইকে অবাক করে দিয়ে এই টুর্নামেন্টের সময়সূচি ঘোষণা করেছে। জানিয়ে রাখি যে, মোট ১৬ টি দল ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। দলগুলি ৪ টি গ্রুপে বিভক্ত। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে চলে আসা ধারা ভেঙে এবার ICC ভারত ও পাকিস্তানকে আলাদা গ্রুপে রেখেছে। যার ফলে গ্রুপ পর্বে এই দুই দলের মধ্যে কোনও প্রতিযোগিতা থাকবে না।

অনূর্ধ্ব-১৯ পুরুষদের বিশ্বকাপ ২০২৬ (U-19 World Cup 2026)-এর শিডিউল জারি:

প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের শুরু থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। যার জেরে ভারত-পাকিস্তান ম্যাচ স্থগিত করার জন্য দাবিও উঠেছে। যদিও, সম্প্রতি ICC মহিলা বিশ্বকাপ এবং আগামী বছরের পুরুষদের T20 বিশ্বকাপে ২ টি দলের ম্যাচ নিশ্চিত করেছে ICC। তবে, অনূর্ধ্ব-১৯ স্তরে, ICC ২ টি দলকে আলাদা গ্রুপে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

ভারত ও পাকিস্তানের গ্রুপে কারা আছে: বুধবার নামিবিয়া এবং জিম্বাবোয়েতে সম্পন্ন হতে চলা বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করেছে ICC। ODI ফরম্যাটে খেলা এই বিশ্বকাপ আগামী ১৫ জানুয়ারি শুরু হবে এবং ফাইনাল খেলা হবে ৬ ফেব্রুয়ারি। এই টুর্নামেন্টে মোট ৪ টি গ্রুপে ৪ টি করে দল রয়েছে। বিশ্বকাপে সবচেয়ে বেশি (৫ টি) জয়ী দেশ ভারতকে গ্রুপ এ-তে রাখা হয়েছে। টিম ইন্ডিয়ার পাশাপাশি এই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং আমেরিকা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি জিম্বাবোয়ের বুলাওয়েতে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পন্ন হবে।

আরও পড়ুন: জমে উঠেছে লড়াই! এই পাকিস্তানি খেলোয়াড়কে কড়া টক্কর বৈভব সূর্যবংশীর

অন্যদিকে, পাকিস্তানকে গ্রুপ বি তে রাখা হয়েছে। ওই গ্রুপে রয়েছে জিম্বাবোয়ে, ইংল্যান্ড এবং স্কটল্যান্ড। এদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে গ্রুপ সি তে রাখা হয়েছে আয়ারল্যান্ড, জাপান এবং শ্রীলঙ্কার সঙ্গে। এছাড়াও, তানজানিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা গ্রুপ ডি-তে রয়েছে। তবে, গত ২ টি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভারত এবং পাকিস্তান আলাদা গ্রুপে ছিল এবং টুর্নামেন্টে তাদের মধ্যে কোনও ম্যাচ খেলা হয়নি। এবারও পরিস্থিতি একই রকম। কিন্ত, ভারত-পাকিস্তান ম্যাচ সুপার-৬ থেকে ফাইনাল পর্যন্ত যেকোনও পর্যায়ে ঘটতে পারে।

আরও পড়ুন: রিঙ্কু সিংয়ের সঙ্গে অবিচার? সেঞ্চুরির পর সেঞ্চুরি করেও টিম ইন্ডিয়ার টেস্ট দলে কেন মিলছে না সুযোগ?

টিম ইন্ডিয়ার বিশ্বকাপের সময়সূচি:
১৫ জানুয়ারি – ভারত বনাম আমেরিকা, বুলাওয়ে
১৭ জানুয়ারি – ভারত বনাম বাংলাদেশ, বুলাওয়ে
২৪ জানুয়ারি – ভারত বনাম নিউজিল্যান্ড, বুলাওয়ে