বাংলা হান্ট ডেস্ক: বুধবার শেয়ার বাজারে (Share Market) চমক দেখিয়েছে জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চারস লিমিটেডের (জেপি পাওয়ার) শেয়ার। এই সংস্থার শেয়ারের দাম ১৭.২৯ শতাংশ বেড়ে ২০.৬৯ টাকায় পৌঁছে যায়। ET-র একটি রিপোর্ট অনুসারে, জেপি পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান জেপি অ্যাসোসিয়েটসের ঋণদাতারা সর্বসম্মতিক্রমে আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের রেজোলিউশন পরিকল্পনার পক্ষে ভোট দিয়েছে।
শেয়ার বাজারে (Share Market) চমক দেখাচ্ছে জেপি পাওয়ারের স্টক:
এই কারণে আজ জেপি পাওয়ারের শেয়ারের দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। বাজার বন্ধের সময়ে এই সংস্থার শেয়ারের দাম ১৪.৯১ শতাংশ বেড়ে ২০.২৭ টাকায় দাঁড়ায়। জানিয়ে রাখি যে, জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চারস লিমিটেডের শেয়ারের
৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ২৭.৬২ টাকা এবং সর্বনিম্ন দাম ১২.৩৫ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য যে, অনিল আগরওয়ালের কোম্পানি বেদান্ত জেপি অ্যাসোসিয়েটসের জন্য সর্বোচ্চ ১৭,০০০ কোটি টাকার দর দিয়েছিল। কিন্তু ঋণদাতারা আদানি এন্টারপ্রাইজেসের প্রস্তাবে সম্মতি জানায়। কারণ আদানি গ্রুপ বেশি অগ্রিম অর্থ প্রদানের প্রস্তাব করেছিল। জানিয়ে রাখি যে, JAL-এর কাছ থেকে ঋণদাতাদের ৫৫,০০০ কোটি টাকা পাওনা রয়েছে। গত বছরের জুন মাসে কোম্পানিটিকে ইনসলভেসি প্রসিডিংস তথা দেউলিয়া হওয়ার প্রক্রিয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: আর নেই চিন্তা! ডিসেম্বরেই মিলবে বড় স্বস্তি? দুর্দান্ত সুখবর শোনাতে পারে RBI
একাধিক ব্যবসা: উল্লেখ্য যে, জয়প্রকাশ অ্যাসোসিয়েটস হল জেপি গ্রুপের প্রধান কোম্পানি। সংস্থাটির সিমেন্ট থেকে শুরু করে পাওয়ার, ইঞ্জিনিয়ারিং, হসপিটালিটি, রিয়েল এস্টেট এবং স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারে ব্যবসা রয়েছে। একটি পৃথক এক্সচেঞ্জ ফাইলিংয়ে, জেপি পাওয়ার সম্প্রতি জানিয়েছে যে, তাদের নন-এক্সিকিউটিভ প্রেসিডেন্টকে মনোজ গৌরকে পিএমএলএ-এর অধীনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করেছে। তবে, সংস্থাটি জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ জেপি পাওয়ারের সঙ্গে সম্পর্কিত নয়। বরং, সেই ঘটনা জেপি ইনফ্রাটেক লিমিটেডের সাথে সম্পর্কিত। যা বর্তমানে সুরক্ষা রিয়েলটি দ্বারা অধিগ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: U-19 World Cup-এ ভারত-পাকিস্তানের মধ্যে হবে না কোনও ম্যাচ? ICC-র জারি করা শিডিউলে বড় চমক
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।












