বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন অন্তর অন্তর লোকাল ট্রেন (Sealdah Local ) বাতিলের খবরে প্রায়ই বিপাকে পড়তে পারে নিত্যযাত্রীদের। বিশেষ করে লোকাল ট্রেনে কোনও গণ্ডগোল দেখা দিলে ব্যস্ত সময়ে মাথায় হাত পড়ে নিত্যযাত্রীদের। এবার ফের সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল করা হচ্ছে। রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
শিয়ালদহ ডিভিশনে ফের ট্রেন (Sealdah Local Train) বাতিল
শিয়ালদহ ডিভিশনে হবে মেরামতির কাজ। তাই কিছু সময়ের জন্য থাকবে পাওয়ার ব্লক। ওই সময় একাধিক ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে রেলের তরফে। মঙ্গলবার ঘোষণা করা হয়েছে ট্রেন বাতিলের বিষয়ে। প্রায় ২২৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকবে এই ডিভিশনে। ১৯ ও ২০ নভেম্বর অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে ট্রেন চলাচল।

কোন কোন ট্রেন বাতিল: রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ এবং বিধাননগর রোড স্টেশনের মাঝে ৫ নম্বর রেল লাইনের ১ নম্বর ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জেরেই বাতিল থাকছে বেশ কিছু লোকাল। কোন কোন ট্রেন (Sealdah Local Train) বাতিল থাকছে?
আরও পড়ুন : দীর্ঘ ৮ বছর পর প্রাথমিকে নিয়োগের ঘোষণা রাজ্যে, শূন্য পদ কত? জানুন খুঁটিনাটি
একাধিক ট্রেনের রুট বদল: জানা গিয়েছে ৩২২৪৯ শিয়ালদহ-ডানকুনি লোকাল, ৩২২৫২ ডানকুনি-শিয়ালদহ লোকাল, ৩১৪৪৭ শিয়ালদহ-নৈহাটি লোকাল এবং ৩১৪৫০ নৈহাটি-শিয়ালদহ লোকাল বাতিল থাকছে। এছাড়াও কিছু ট্রেনের যাত্রাপথ ছোট করা হচ্ছে। বুধবার ৩১৫৪২ শান্তিপুর-শিয়ালদহ লোকাল যাবে ব্যারাকপুর পর্যন্ত। বৃহস্পতিবার ৩১৫১১ শিয়ালদহ-শান্তিপুর লোকাল যাবে ব্যারাকপুর পর্যন্ত।
আরও পড়ুন : স্বাদের সঙ্গে জুড়বে স্বাস্থ্য, নামমাত্র তেলেই হবে মুচমুচে বেগুন ভাজা, রইল সিক্রেট টিপস
শিয়ালদহ ডিভিশনে কাজের জেরে ১৩১০৬ বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস চলবে ৯০ মিনিট দেরিতে। ৫৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার বৃহস্পতিবার দুপুর ৩ টে ৪৫ এর বদলে বিকেল ৪ টে ১৫ মিনিটে ছাড়বে শিয়ালদহ থেকে।












