বাংলা হান্ট ডেস্ক: নভেম্বরের শুরু থেকেই রাজ্য জুড়ে ছিল শীতের আমেজ। ভোর ও রাতে শিরশিরানি। ভালোই শীতের ছোঁয়া উপভোগ করছিলেন শীতবিলাসীরা। তবে এরই মধ্যে হাজির হল নিম্নচাপ। যার কারণে শীতে সাময়িক বিরতি। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বাড়বে তাপমাত্রা। রাজ্যে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সবমিলিয়ে কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন।
দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, বাড়বে অস্বস্তি | South Bengal Weather
বঙ্গোপসাগরে নিম্নচাপ। যা শ্রীলঙ্কা উপকূলের কাছে অবস্থান করছে এবং পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। শনিবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলেছে আরও একটি নিম্নচাপ অঞ্চল। যা আগামী ৪৮ ঘণ্টায় সুস্পষ্ট হবে। এসবের জেরে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে।
আগামী তিন দিনে রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। তার পরে চার দিন আর তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও। আকাশ মূলত পরিষ্কারই থাকবে।
তাপমাত্রা বাড়ার সাথে সাথে কুয়াশার দাপটও বাড়বে। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত জেলার। সকালের দিকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা। তাপমাত্রা বাড়ায় দিনের বেলায় অস্বস্তি গুমোট ভাব থাকবে।

আরও পড়ুন: সমস্ত জল্পনার অবসান! দশম বারের জন্য বিহারের কুরসিতে বসছেন নীতীশ, কারা থাকবেন শপথে?
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার উত্তরবঙ্গের দার্জিলিঙেই বৃষ্টির পূর্বাভাস। বাকি কোথাও বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে ১-২ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহে। পাশাপাশি ভোর ও রাতের দিকে ভোগাবে কুয়াশা।












