সংহতি দিবসেও যাবেন না হুমায়ুন! বাবরি মসজিদের শিলান্যাসে ব্যস্ত তৃণমূল বিধায়ক

Published on:

Published on:

Humayun Kabir Skips Solidarity Day for Babri Mosque Foundation Event
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের সঙ্গে দূরত্ব, নতুন দল তৈরির ইঙ্গিত, শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বারবার ক্ষোভ প্রকাশ, সব মিলিয়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে বরাবরই থেকেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। এ বার আবারও দলকে অস্বস্তিতে ফেললেন তিনি। আগামী ৬ ডিসেম্বর, যেদিন তৃণমূল রাজ্যজুড়ে বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে সংহতি দিবস পালন করবে, সেদিন তিনি থাকবেনই না। কারণ হিসেবে হুমায়ুন জানালেন, বেলডাঙায় সেদিনই হবে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান।

৬ ডিসেম্বর তৃণমূলের কর্মসূচি, কিন্তু হুমায়ুনের (Humayun Kabir) আলাদা পরিকল্পনা

তৃণমূল ইতিমধ্যে ঘোষণা করেছে, বাবরি মসজিদ ভাঙার দিনটিকে স্মরণ করে রাজ্যে বড় জমায়েত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন এই দিনে। কিন্তু হুমায়ুন (Humayun Kabir) স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি সেখানে থাকছেন না। এই প্রসঙ্গে হুমায়ুন বলেন, “৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হবে। সংহতি দিবসে থাকতে পারব না।” হুমায়ুন (Humayun Kabir) জানান, অনুষ্ঠানটি আগেই পরিকল্পনা করা হয়েছিল। তাই দলীয় কর্মসূচির সঙ্গে মিললেও তা বাতিল করবেন না।

দেশের নানা প্রান্ত থেকে আসবেন ধর্মগুরুরা

সম্প্রতি এক সাক্ষাৎকারে হুমায়ুন (Humayun Kabir)বলেন, বেলডাঙার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইসলাম সমাজের ধর্মগুরুরা। তিনি জানান, “মদিনা থেকে একজন ধর্মগুরু আসবেন। দিল্লি, কলকাতা, মুম্বই থেকেও অনেকে আসবেন। আব্বাস সিদ্দিকিকেও জানানো হবে।’ হুমায়ুন আরও বলেন, বাবরি মসজিদ তাঁর কাছে ধর্মীয় আস্থার জায়গা। এই প্রসঙ্গে হুমায়ুন (Humayun Kabir) বলেন, “আমি একজন মুসলিম। চক্রান্তের শিকার বাবরি মসজিদ। মসজিদ লিগ্যাল জায়গাতেই তৈরি হয়।”

৬ ডিসেম্বরের বেলডাঙার ওই কর্মসূচিতে বিরাট জনসমাগমের প্রত্যাশা করছেন হুমায়ূন (Humayun Kabir)। তাঁর অনুমান, প্রায় ২ লক্ষ মানুষ ওই অনুষ্ঠানে যোগ দেবেন। শুধু মুর্শিদাবাদ নয়, উত্তরবঙ্গ এবং বীরভূম থেকেও প্রচুর মানুষ আসবেন বলে দাবি করেন তিনি।

হুমায়ুন কবীর (Humayun Kabir) জানান, ইতিমধ্যেই ঠিক করা হয়েছে মুর্শিদাবাদেই নতুন বাবরি মসজিদ গড়ে তোলা হবে। সেই লক্ষ্যে একটি ট্রাস্টি বোর্ড তৈরি হবে। তাঁর বক্তব্য, “১৯৯২ সালে আমাদের বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। সেই দিনটিকে আমরা কালা দিবস হিসেবে পালন করি। ২০২৫ সালের ৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।”

Humayun Kabir Skips Solidarity Day for Babri Mosque Foundation Event

আরও পড়ুনঃ ‘ঘর-বাড়ি সব ছেড়েছি…’, SIR আতঙ্কে পরিবার নিয়ে সীমান্তে ৩ দিন ধরে আটকে বাংলাদেশের যুবক

প্রসঙ্গত, নতুন দল তৈরির ইঙ্গিত দিয়ে এর আগেই চর্চায় ছিলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। দলের শীর্ষ নেতৃত্বের কাছে একাধিকবার জবাবদিহি পর্যন্ত করতে হয়েছে তাঁকে। কিন্তু তাঁর অবস্থান যে বদলায়নি, তা ফের স্পষ্ট করলেন তিনি। সংহতি দিবসের বড় কর্মসূচি এড়িয়ে নিজস্ব ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্তে হুমায়ুনের নতুন দল গঠনের প্রসঙ্গটি আরও স্পষ্ট হয়েছে।