বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় কান পাতলেই এখন একের পর এক সিরিয়ালের (Serial) শেষের খবর শোনা যাচ্ছে। কিছুদিন আগেই সান বাংলায় ‘শোলক সারি’ শেষ হয়েছে। এবার জোর গুঞ্জন স্টার জলসার একেবারে নতুন এক ধারাবাহিকও নাকি হঠাৎ শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভালো টিআরপি সত্ত্বেও ধারাবাহিকের (Serial) এমন পরিণতিতে মন ভার দর্শকদের।
স্টার জলসার সিরিয়াল (Serial) বন্ধের জল্পনা
স্টার জলসার নতুন সিরিয়ালগুলির মধ্যে অন্যতম ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। প্রথম দিকে ইতিহাসনির্ভর ধারাবাহিকটির টিআরপি ছিল বেশ চড়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দর্শক কমেছে রাণী ভবানীর। সম্প্রতি সিরিয়ালটির স্লট বদলও হয়েছে। প্রাইম টাইম থেকে এক ধাক্কায় বিকেলের স্লটে পাঠিয়ে দেওয়া হয়েছে এই ধারাবাহিককে।

কী জানালেন অভিনেত্রী: এরপরেই জোরালো হয়েছে সিরিয়াল শেষের গুঞ্জন। বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। মানসী বলেন, সম্প্রচারের সময় বদল হলেই এমন আলোচনা শোনা যায়। আগেও অনেক ধারাবাহিকের (Serial) ক্ষেত্রে এমনটা হয়েছে। এবারেও হয়তো সেটাই হচ্ছে। তবে এ বিষয়ে তাঁরা কিছু জানেন না বলেই মন্তব্য করেন মানসী।
আরও পড়ুন : স্বাদের সঙ্গে জুড়বে স্বাস্থ্য, নামমাত্র তেলেই হবে মুচমুচে বেগুন ভাজা, রইল সিক্রেট টিপস
সত্যিই কি বন্ধ হচ্ছে মেগা: নতুন সিরিয়াল আসতেই কোপ পড়েছে রাণী ভবানীর স্লটে। এ প্রসঙ্গে মানসী বলেন, সময় কেন বদলে গেল বা এতে টিআরপিতে প্রভাব পড়বে কিনা তা নিয়ে ভেবে লাভ নেই। আবারও স্লট লিডার হতে হবে এই ভাবনা নিয়েই নতুন উদ্যমে কাজ শুরু করেছেন তাঁরা।
আরও পড়ুন : ব্যস্ত দিনে বাতিল একগুচ্ছ ট্রেন, শিয়ালদহ ডিভিশনে রেলের ঘোষণায় মাথায় হাত যাত্রীদের
প্রসঙ্গত, রাণী ভবানীর স্লট বদলে যাওয়ায় আক্ষেপ করতে দেখা গিয়েছিল অভিনেত্রী ইন্দ্রাণী দত্তকে। মেয়ে রাজনন্দিনীর প্রথম সিরিয়াল হওয়ায় নিয়মিত তিনি টিভির পর্দায় চোখ রাখতেন রাত সাড়ে আটটায়। এখন বাধ্য হয়েই বিকেলে ফাঁকা থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।












