২৫ বছরে দশম বার বিহারের মুখ্যমন্ত্রী! প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে শপথ গ্রহণ করলেন নীতীশ কুমার

Published on:

Published on:

Nitish Kumar takes oath as Bihar Chief Minister.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২৫ বছরে দশম বার! বিহারের রাজনীতিতে ফের ইতিহাস গড়লেন নীতীশ কুমার (Nitish Kumar)। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে দশমবারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি। শপথগ্রহণের সেই মঞ্চে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, এনডিএ-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মহম্মদ খান। বিহারের রাজনৈতিক ক্যালেণ্ডারে এই ঘটনাকে বহু পর্যবেক্ষক নতুন মোড় বলে মনে করছেন। কারণ বুধবারই বিহার বিধানসভায় নীতীশকে এনডিএ-র নেতা হিসেবে বেছে নেওয়া হয়। তার পরই তিনি রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান।

দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার (Nitish Kumar):

নীতীশ কুমারের (Nitish Kumar) বিহার শাসনের ইতিহাস অনেক লম্বা। ২০০৫ সাল থেকে আজ পর্যন্ত বিহারের রাজনীতিতে প্রধান মুখ হয়ে রয়েছেন তিনি। মাঝে কয়েক মাস বাদ দিলে গত দুই দশকে পাটনার নেতৃত্বের আসন তাঁর হাতেই। যদিও এই সময়ের মধ্যে তাঁর রাজনীতিতে বারবার এসেছে জোটের রদবদল। কখনও বিজেপির সঙ্গে, কখনও মহাগঠবন্ধনের সঙ্গী হয়ে ক্ষমতায় থেকেছেন নীতীশ। রাজনৈতিক সমীকরণ বদলালেও মুখ্যমন্ত্রীর চেয়ারে তাঁর দখল অটুট থেকেছে। সেই ধারাবাহিকতার আরও একটি অধ্যায় যোগ হল বৃহস্পতিবার।

আরও পড়ুন: রাজ্যপালের আর ‘অন্তহীন অপেক্ষা’ নয়! বিল সিদ্ধান্তে কী বলল সুপ্রিম কোর্ট?

নতুন সরকার গঠন করে জনমুখী প্রকল্পগুলির উপরই বেশি জোর দিচ্ছেন নীতীশ (Nitish Kumar)। তাঁর মুখ্যমন্ত্রীত্বকালে বিভিন্ন সময় নাগরিক জীবনের উন্নতি ও সামাজিক সুরক্ষার লক্ষ্যে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম—প্রতিটি পরিবারকে ১২৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত। সাধারণ মানুষের বাড়তি আর্থিক বোঝা কমাতে এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নীতি পর্যবেক্ষকরা। পাশাপাশি বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা পেনশন ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১,১০০ টাকায় উন্নীত করা হয়েছে, যা বহু মানুষকে আর্থিকভাবে স্বস্তি দিয়েছে।

নারী উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও নজর দিচ্ছে নতুন সরকার। ‘‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’’ সেই উদ্দেশ্যে নেওয়া অন্যতম প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর চেষ্টা করছে বিহার সরকার। রাজ্যের আধুনিকীকরণ, রাস্তা-বিজলী-পানি প্রকল্প, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নতি—সবক্ষেত্রেই নীতীশ প্রশাসন নিজেদের সাফল্যের দাবি করছে।

Nitish Kumar takes oath as Bihar Chief Minister.

আরও পড়ুন:শোধরানো যাবে অনিচ্ছাকৃত ভুল! অবশেষে BLO-দের দাবিতে ‘এডিট’ অপশন চালু করল নির্বাচন কমিশন

নীতীশ কুমারের দশমবার মুখ্যমন্ত্রী পদে অভিষেক শুধু একটি আনুষ্ঠানিক রাজনৈতিক ঘটনা নয়, বরং বিহারের রাজনৈতিক স্থিতি, জোট রাজনীতি এবং নীতীশের ব্যক্তিগত জনপ্রিয়তারই নতুন প্রমাণ বলেই অনেকে মনে করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতন দেখেছেন তিনি, বদলেছেন সহযোগী দল, কিন্তু বিহারের জনমানসে তাঁর গ্রহণযোগ্যতা যে এখনও অক্ষুণ্ণ—শপথগ্রহণের সেই বৃহৎ আয়োজনই তার সাক্ষ্য বহন করছে। নতুন মেয়াদে তিনি কতটা স্থায়ী উন্নয়ন ও স্থিরতা আনতে পারেন, এখন তাকিয়ে সেই দিকেই বিহারবাসী।