বাংলাহান্ট ডেস্ক : গত সপ্তাহেই বেঙ্গল টপারের স্থান খুইয়েছে পরিণীতা। এ সপ্তাহেও টিআরপি (TRP) তালিকায় ঘটে গেল বড়সড় অঘটন। নম্বর আরও কমল ধারাবাহিকের। স্টার জলসার সিরিয়ালগুলির টিআরপি বেড়েছে লক্ষণীয় ভাবে।
টিআরপি (TRP) তালিকায় বিরাট রদবদল
এ সপ্তাহের টিআরপি (TRP) তালিকাতেও পিছিয়ে রইল জি বাংলা। এতদিন ধরে তালিকায় শীর্ষস্থান ধরে রাখা পরিণীতা নম্বর কমে এক ধাক্কায় ছিটকে গিয়েছে প্রথম স্থান থেকে। সোজা চতুর্থ স্থানে নেমে গিয়েছে ধারাবাহিকটি। ৬.৩ নম্বর পেয়েছে পরিণীতা। নম্বর (TRP) কমেছে জি বাংলার আরও কিছু সিরিয়ালের।

নম্বর কমল একগুচ্ছ সিরিয়ালের: গত বারের মতো এ সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে ‘পরশুরাম’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। তারপরেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’। এই সিরিয়ালের (TRP) প্রাপ্ত নম্বর ৬.৯। তৃতীয় স্থানে রয়েছে জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। সিরিয়ালের প্রাপ্ত টিআরপি ৬.৫।
পঞ্চম স্থানে রয়েছে জি এর ‘চিরদিনই তুমি যে আমার’। এই সিরিয়ালটি (TRP) পেয়েছে ৬.১। এরপরেই ছয় নম্বরে রয়েছে ‘ও মোর দরদিয়া’। এই সিরিয়ালের নম্বর ৫.৯।
আরও পড়ুন : দিতিপ্রিয়ার আগে ঊষসীর সঙ্গে ঝামেলা? ‘চিরদিনই’ থেকে সরতেই চর্চায় জিতুর পুরনো সিরিয়াল
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- পরশুরাম (৭.১)
দ্বিতীয়- রাঙামতি তীরন্দাজ (৬.৯)
তৃতীয়- রাজরাজেশ্বরী রাণী ভবানী (৬.৫)
চতুর্থ- পরিণীতা, , (৬.৩)
পঞ্চম- চিরদিনই তুমি যে আমার (৬.১)
ষষ্ঠ- ও মোর দরদিয়াআমাদের দাদামণি (৫.৯)
সপ্তম- জগদ্ধাত্রী, জোয়ার ভাঁটা (৫.৮)
অষ্টম- চিরসখা (৫.৭)
নবম- ফুলকি (৫.৫)
দশম- লক্ষ্মীঝাঁপি (৫.৪)
আরও পড়ুন : স্লট বদল হতেই TRP পতন, মাত্র কয়েক মাসেই বন্ধের মুখে জলসার নতুন মেগা!
এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বর কমেছে। বিশেষ করে জি বাংলার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। স্টার জলসার বেশিরভাগ সিরিয়ালেরই নম্বর বেড়েছে।












