প্রত্যন্ত গ্রামের কৃষকের ছেলেই যা করে দেখালেন… গড়লেন ১.১৫ লক্ষ কোটির কোম্পানি! চমকে দেবে ললিতের কাহিনি

Published on:

Published on:

Lalit's Success Story will surprise you.
Follow

বাংলাহান্ট ডেস্ক: ললিত কেশরের সাফল্যের গল্প (Success Story) অনুপ্রেরণা জোগাবে গোটা দেশের মানুষকে। মধ্যপ্রদেশের খরগোন জেলার অজ পাড়াগাঁ লেপা। সাধারণ মানুষের কাছে নামটাও অচেনা। কিন্তু এই ছোট্ট গ্রামই আজ আলোচনার কেন্দ্রবিন্দু—কারণ লেপার সন্তান ললিত কেশরে। ডিজিটাল ব্রোকিং প্ল্যাটফর্ম Groww–এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ললিত বর্তমানে ভারতীয় স্টার্টআপ জগতের নতুন সাফল্যের মুখ। গত সপ্তাহে বাজারে Groww–এর ঐতিহাসিক লিস্টিং হওয়ার পর সংস্থার মার্কেট ক্যাপ এক লাফে ১.১৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। লক্ষণীয়, এই অঙ্কটি বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)-এর বর্তমান বাজারমূল্যের সমান। মাত্র আট–নয় বছর আগে তৈরি হওয়া একটি ফিনটেক স্টার্টআপের পক্ষে দেশের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জের সমান জায়গায় পৌঁছে যাওয়া অভূতপূর্ব ঘটনা।

ললিতের কেশরের সাফল্যের কাহিনি (Success Story):

২০১৬ সালে মিউচুয়াল ফান্ডে সহজ বিনিয়োগের লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল Groww। আর কয়েক বছরের মধ্যেই সেটি দেশের সবচেয়ে মূল্যবান ফিনটেক কোম্পানিগুলির তালিকায় জায়গা করে নিয়েছে। এই উত্থানের নেপথ্যনায়ক ললিত এবং তাঁর তিন বন্ধু—হর্ষ জৈন, ঈশান বংশল এবং নীরজ সিংহ। Groww–এর বাজারদরের উত্থান ললিতের ব্যক্তিগত সম্পদেও বিপুল বৃদ্ধি এনেছে। বর্তমানে Groww–এ তাঁর রয়েছে প্রায় ৫৫.৯১ কোটি শেয়ার—সংস্থার মোট ৯.০৬ শতাংশ। প্রতিটি শেয়ারের দাম এখন প্রায় ১৮৭ টাকা, ফলে ললিতের মোট সম্পদের পরিমাণ কেবল শেয়ার থেকেই ১০,৪৫০ কোটি টাকারও বেশি—অর্থাৎ তিনি আনুষ্ঠানিকভাবে বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করেছেন।

আরও পড়ুন:জি-কে টেক্কা দিয়ে এগোলো জলসা, বিতর্কের মাঝেও চড়া TRP আর্য-অপর্ণার, শীর্ষস্থানে কে?

শুধু ললিতই নন, তাঁর তিন সহ-প্রতিষ্ঠাতার সম্পদও লক্ষণীয়ভাবে বেড়েছে। হর্ষ জৈনের শেয়ার অনুযায়ী সম্পদ দাঁড়িয়েছে প্রায় ৭,৭০০ কোটি টাকা। ঈশান বনশলের সম্পত্তি ৫,২০০ কোটি টাকার কাছাকাছি এবং নীরজ সিংহের সম্পত্তির পরিমাণ ৭,১৬৫ কোটি টাকা।

Lalit's Success Story will surprise you.
ললিত কেশর

ললিত কেশরের সাফল্যের গল্প আরও অনুপ্রেরণাদায়ক, কারণ তাঁর শুরুটা সম্পূর্ণ সাধারণ একটি গ্রাম থেকে। জন্ম লেপা গ্রামে, বড় হয়ে ওঠা দাদা–দাদির কাছে। পড়াশোনা করেন খরগোনের একমাত্র ইংরেজি মাধ্যম স্কুলে। সেখান থেকেই প্রথম বড় মোড়—IIT বম্বেতে উচ্চশিক্ষা। স্নাতক এবং স্নাতকোত্তর—দুটোই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, সঙ্গে মাইক্রোইলেকট্রনিক্সে বিশেষজ্ঞতা। এই শিক্ষাই তাঁর প্রযুক্তিগত চিন্তাকে আরও পোক্ত করে তোলে (Success Story)।

আরও পড়ুন: চিন্তা বাড়াচ্ছে নতুন আতঙ্ক! বায়োলজিক্যাল হামলার দিকে ঝুঁকছে জঙ্গিরা, কীভাবে নিজেকে রাখবেন সুরক্ষিত?

পেশাজীবন শুরু হয়েছিল বেঙ্গালুরুতে Ittiam Systems–এ, যেখানে সাত বছর ধরে ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট—দুটো দায়িত্বই সামলান। প্রথম উদ্যোক্তা-অভিজ্ঞতা আসে Eduflix নামের একটি এডটেক স্টার্টআপের মাধ্যমে। এর পরে যোগ দেন ফ্লিপকার্টে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। সেখানে ‘Flipkart Quick’–সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রোডাক্টে কাজ করার অভিজ্ঞতা তাঁকে ডিজিটাল প্ল্যাটফর্ম ও ব্যবহারকারীর মনস্তত্ত্ব সম্পর্কে গভীর ধারণা দেয়।

এই অভিজ্ঞতাই কাজে লাগে যখন তিনি হর্ষ, ঈশান ও নীরজকে নিয়ে ২০১৬ সালে Groww শুরু করেন। সাধারণ মানুষের কাছে বিনিয়োগকে সহজ, সুলভ ও নিরাপদ করার লক্ষ্যেই প্রকল্পটি তৈরি হয়েছিল। পরে মিউচুয়াল ফান্ড ছাড়িয়ে স্টক, F&O, মার্কিন শেয়ার—সব ধরনের বিনিয়োগ ক্ষেত্রেই Groww-এর বিস্তার ঘটে। আজ Groww দেশের সবচেয়ে ব্যবহৃত ইনভেস্টমেন্ট অ্যাপ। এক কৃষকের ছেলে থেকে ১০,০০০ কোটিরও বেশি সম্পদের মালিক—ললিত কেশরের এই যাত্রা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং ভারতের স্টার্টআপ ইকোসিস্টেমে স্বপ্নপূরণের বাস্তব উদাহরণ।