বাংলা হান্ট ডেস্ক: নভেম্বরে শীতের আমেজ এসেও উধাও। ভোর ও রাতে ঠান্ডার শিরশিরানি আর নেই।দিনের বেলায় গরম আর অস্বস্তি। ফ্যান না চালিয়ে টেকা দায়। সবমিলিয়ে মাথায় হাত শীতবিলাসীদের। কলকাতা সহ দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে পুরোপুরি উধাও শীতের আমেজ। উল্টে বৃষ্টির সম্ভাবনা। কি খেল দেখাবে আবহাওয়া? জানুন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, নভেম্বরে আর ঠান্ডা পড়বে না সেভাবে, ফের শীত ফিরবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর। অর্থাৎ আপাতত শীতের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে শীতের দাপট কমছে। বাড়ছে তাপমাত্রা।
আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ। যার জেরে আর্দ্রতা বেড়েছে, আর সেই কারণেই শীত দুর্বল হচ্ছে। আবার শনিবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলেছে আরও একটি নিম্নচাপ অঞ্চল। যা আগামী ৪৮ ঘণ্টায় সুস্পষ্ট হবে। সবমিলিয়ে তাপমাত্রা বাড়বে রাজ্যে।

হাওয়া অফিস বলছে, রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। তার পরে চার দিন আর তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া জেলাগুলির কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। পাশাপাশি একাধিক জেলায় ভোর ও রাতের দিকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা।
আরও পড়ুন: ৬ দিন পর ১০ বছর পূর্ণ হবে ষষ্ঠ পে কমিশনের, রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন কবে? আপডেট
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের দার্জিলিঙে বৃষ্টির পূর্বাভাস আগামীকাল। শনিবারও বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গেও শীতের আমেজ কিছুটা কমেছে। চলতি সপ্তাহে আরও ১-২ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে। উপরের দিকের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমলেও কমতে পারে। তবে ডিসেম্বরের আগে আর সেভাবে শীত পড়ার পূর্বাভাস নেই। কুয়াশার দাপট থাকবে সমস্ত জেলাতেই।












