তৃণমূলের ফল ভালো হলেই মিলবে আবাসের টাকা! অ্যাকাউন্টে কবে ঢুকবে? ভোটের আগেই ঘোষণা অভিষেকের

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জেলায় জেলায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন তিনি। রবিবার যেমন ঘাটালের জোড়াফুল প্রার্থী দেবের সমর্থনে রোড শো করেন তৃণমূল (TMC) ‘সেনাপতি’। এরপর জনসাধারণের উদ্দেশে আধ ঘণ্টা মতো বক্তৃতা দেন।

আসন্ন নির্বাচনে ঘাটালবাসী (Ghatal) কেন দেবকে (Dev) ভোট দেবেন এবং হিরণকে দেবেন না, ভাষণ দেওয়ার সময় তা বলেন অভিষেক। তিনি জানান, হিরণ বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চেয়েছিলেন। এই নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগও করেন। এই সংক্রান্ত ভিডিও প্রমাণ তাঁর কাছে রয়েছে বলে দাবি করেন তৃণমূলের (Trinamool Congress) সেকেন্ড ইন কমান্ড।

কথা প্রসঙ্গে হিরণের বিধানসভা কেন্দ্র এবং ঘাটালের উন্নয়ন প্রসঙ্গ উঠে আসে। এরপরেই ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) এবং আবাস যোজনার (Awas Yojana) টাকা দেওয়া নিয়ে মুখ খোলেন অভিষেক। ঘাটালের তৃণমূল প্রার্থী দেব আগেই বলেছিলেন, মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন তিনি ঘাটাল মাস্টার প্ল্যান করবেন। তাই ফের ঘাটালবাসীর মুখ চেয়ে তিনি ভোটে দাঁড়াতে রাজি হয়েছেন। এদিন অভিষেক জানানেন, এই বছরের মধ্যেই এই প্ল্যানের কাজ শুরু হয়ে যাবে।

আরও পড়ুনঃ তোলাবাজদের বাঁচাতে হামলা করছে TMC! ভূপতিনগর কাণ্ড নিয়ে সরব মোদী, শিক্ষক দুর্নীতি নিয়েও দিলেন বার্তা!

ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে পাশে নিয়ে আগেই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেওয়ার কথা বলেছিলেন। আজ আমি বলে যাচ্ছ, এই বছর ৩১ ডিসেম্বরের মধ্যে ওই প্ল্যানের কাজ আমরা শুরু করে দেব। এটা আমি কথা দিয়ে গেলাম। আর আমি যদি কোনও কথা দিই সেটা রাখি’।

ঘাটাল মাস্টার প্ল্যানের পর আবাস যোজনার টাকা নিয়েও বড় ঘোষণা করেন অভিষেক। ১০০ দিনের টাকা দেওয়ার পর আবাস যোজনা নিয়েও তৃণমূলের গলায় ‘একলা চলো’ নীতির সুর শোনা গিয়েছিল। আজ ঘাটালের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘আরও একটা ঘোষণা আছে, সেটাও কি আজ বলব?’

tmc leader abhishek banerjee

উপস্থিত জনগণের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেতেই অভিষেক বলেন, ‘এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্য সরকার আবাসের আবেদনকারীদের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবে’। এখানেই না থেমে তৃণমূল নেতা বলেন, ‘আমি কথা দিয়ে যাচ্ছি, যে যে এলাকা, পঞ্চায়েত, পুরসভা এবং বিধানসভায় আমাদের হাত আপনারা শক্ত করবেন, সেখানকার মানুষদের অ্যাকাউন্টে আগামী ডিসেম্বর মাসের মধ্যে আবাসের প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর