নেপালে ফের GenZ আন্দোলন! উত্তপ্ত পরিস্থিতি, জারি করা হল কারফিউ

Published on:

Published on:

Again Nepal is in turmoil for Gen-Z protest.
Follow

বাংলাহান্ট ডেস্ক: নেপালে (Nepal) ফের অশান্তির আবহ। মাত্র দু’মাস আগেও সেই দেশ জেন-জি বিক্ষোভে জ্বলছিল। হিমালয়ের কোলের শান্তশিষ্ট দেশটি কীভাবে মুহূর্তে উত্তাল হয়ে উঠেছিল, তা দেখেছিল গোটা বিশ্ব। দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা ও বাংলাদেশের পরে তৃতীয় গণঅভ্যুত্থানের তালিকায় নেপালের নাম জুড়ে গিয়েছিল। সেই উত্তাপের পরে দেশটিতে অন্তর্বর্তীকালীন নতুন সরকার এসেছে, প্রধানমন্ত্রী বদলেছে, পরিস্থিতিও কিছুটা স্বাভাবিকতার দিকে ফিরছিল। কিন্তু সেই স্বস্তিতে ফের ছন্দপতন ঘটল। বৃহস্পতিবার নেপালের বারা জেলায় ফের কার্ফু জারি করতে বাধ্য হলেন জেলাশাসক, যুব-তরুণরা রাস্তায় নেমে উত্তাল করে তুললেন অঞ্চলটি।

জেন জি আন্দোলনে ফের উত্তপ্ত নেপাল (Nepal):

সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, বুধবার থেকেই নেপালে (Nepal) বিক্ষোভের আঁচ বাড়তে শুরু করে। সীমান্তবর্তী এলাকায় তরুণরা রাস্তায় নেমে নতুন করে সরকার বদলের দাবি তুলতে শুরু করে। বিক্ষোভকারীদের একটি বড় অংশ নাকি ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মার সমর্থক এবং সিপিএন–ইউএমএল-এর কর্মী। বুধবার দুপুরে তারা মিছিল বের করলে দলেরই দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা বাধে। সেটিই দ্রুত গোষ্ঠীদ্বন্দ্বের রূপ নেয় এবং কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভ চরম আকার ধারণ করে। মাঝে মাঝেই ওঠে সরকার বদলের স্লোগান। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন তৎপর হলেও বিক্ষোভ থামেনি।

আরও পড়ুন:প্রত্যন্ত গ্রামের কৃষকের ছেলেই যা করে দেখালেন… গড়লেন ১.১৫ লক্ষ কোটির কোম্পানি! চমকে দেবে ললিতের কাহিনি

বৃহস্পতিবার আন্দোলনের ঝাঁঝ আরও বেড়ে যায়। পুলিশের সঙ্গে একাধিকবার হাতাহাতি হয় বিক্ষোভকারীদের। উত্তেজনা বাড়তে থাকায় দু’জন তরুণকে আটক করে পুলিশ। এরপরই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত কার্ফু জারি করেন নেপালের (Nepal) বারা জেলার জেলাশাসক। কার্ফুর মেয়াদ বাড়ানো হতে পারে বলেও প্রশাসনিক সূত্রে খবর।

অশান্তির আবহে নেপালের (Nepal) নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কি আহ্বান জানিয়েছেন শান্তির। বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেছেন, কোনও রাজনৈতিক উস্কানিতে পা না দিতে এবং উত্তেজনা না বাড়াতে। এ দিন প্রধানমন্ত্রীর দফতর একটি বিবৃতি জারি করে জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক এবং নিরাপত্তাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সব রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

Again Nepal is in turmoil for Gen-Z protest.

আরও পড়ুন: Banglahunt World Exclusive: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘোষণার দিন কলকাতার আকাশে হাজির মোদীর বিমান! তারপরে যা হল…

স্বাভাবিকতার পথে হাঁটা নেপাল ফের উত্তপ্ত হয়ে উঠেছে যুবসমাজের আন্দোলনে। জেন-জি বিক্ষোভের ক্ষত শুকোতে না শুকোতেই ফের অস্থিরতার ছায়া নেমে আসায় চিন্তায় প্রশাসন থেকে সাধারণ মানুষ—সবাই।