বাংলা হান্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯ তম মরশুমের আগে আগামী ১৫ ডিসেম্বর সম্পন্ন হবে মিনি নিলাম। এদিকে, মিনি নিলামের আগে IPL-এর প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা এবং রিলিজ করা খেলোয়াড়দের তালিকা সামনে এনেছে। যেখানে সবাইকে চমকে দিয়েছে ৩ বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তারা আন্দ্রে রাসেলকে দল থেকে রিলিজ করেছে। এর ফলে রাসেলের KKR-এর সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে চলা সম্পর্ক ছিন্ন হয়ে যায়। রাসেলের টিমে থাকাকালীন KKR ২ বার চ্যাম্পিয়ন হয়। শুধু তাই নয়, KKR প্রতিটি পরিস্থিতিতে রাসেলকে সমর্থন করেছিল এবং রাসেলও ফ্র্যাঞ্চাইজির প্রতি তাঁর প্রতিশ্রুতি প্রদর্শন করেন। যদিও, এবার রাসেলকে রিলিজ করে সবাইকে অবাক করেছে KKR। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক KKR-এ থাকাকালীন মোট কত টাকা আয় করেছেন? কারণ, ওই বিপুল অর্থের পরিমাণ জানলে চমকে যাবেন সকলেই।
রাসেলকে রিলিজ করেছে KKR (Kolkata Knight Riders):
দিল্লির হয়ে কেরিয়ার শুরু: জানিয়ে রাখি যে, রাসেল মোট ১৩ টি IPL-এর মরশুমে খেলেছেন। যার মধ্যে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে তিনি দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) হয়ে খেলেন। রাসেল ওই ২ মরশুমে খেলার জন্য ৪.৫ কোটি টাকা পেয়েছেন।

৬০ লক্ষ টাকায় KKR-এ যোগদান; ২০ গুণ বেতন বৃদ্ধি: ২০১৪ সালে, রাসেলকে ৬০ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্স অন্তর্ভুক্ত করে। তারপর থেকে তিনি ২০২৫ সালে রিলিজের আগে পর্যন্ত KKR-এর সঙ্গেই যুক্ত ছিলেন। তবে, সবথেকে চমকপ্রদ বিষয় হল KKR-এ তাঁর বেতন ২০ গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ, রাসেল ৬০ লক্ষ টাকার বেতনে KKR-এ যোগ দিয়েছিলেন এবং যখন তাঁকে রিলিজ করা হয় তখন তাঁর বেতন ছিল ১২ কোটি টাকা।
IPL থেকে বিপুল আয় করেছেন: ২০১২ থেকে ২০২৫ সালের মধ্যে আন্দ্রে রাসেল IPL থেকে মোট ৮৮.৩ কোটি টাকা আয় করেছেন। ডোপিং সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে ২০১৭ সালে রাসেল IPL খেলতে পারেননি। যার কারণে ওই মরশুমে তিনি বেতনও পাননি।
শুধুমাত্র KKR থেকেই ৮৩.৮ কোটি আয় করেছেন: জানিয়ে রাখি যে, রাসেল কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১১টি মরশুমে খেলে মোট ৮৩.৮ কোটি আয় করেছেন। গড়ে, তিনি KKR থেকে প্রতি মরশুমে ৭.৬২ কোটি টাকা পেতেন। রাসেল থাকাকালীন KKR ২০১৪ এবং ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়। ২০২৪ সালে KKR-এর চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে রাসেলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওই মরশুমে তিনি ১৫ টি ম্যাচে ২২২ রান করেন এবং ২ বার অপরাজিত থাকেন। তাঁর এভারেজ ছিল ৩১.৭১ এবং স্ট্রাইক রেট ছিল ১৮৫। ওই মরশুমে রাসেলের সেরা পারফরম্যান্স ছিল অপরাজিত ৬৪। এদিকে, বোলিংয়ে, তিনি ১৫.৫৩ এভারেজে এবং ৯.২৬ ইকোনমি রেটে ১৯ টি উইকেট নিয়েছিলেন। বোলিংয়ে তাঁর সেরা পারফরম্যান্স ছিল ১৯ রানে ৩ উইকেট।
আরও পড়ুন: ফের চমক BSNL-এর! আনলিমিটেড কলিং সহ ১০০ জিবি ডেটার দুর্ধর্ষ প্ল্যান মিলছে মাত্র এত টাকায়
রাসেলের IPL কেরিয়ার: প্রসঙ্গত উল্লেখ্য যে, আন্দ্রে রাসেল ১৪০ টি IPL ম্যাচে ২,৬৫১ রান করেছেন। যেখানে তিনি ২১ বার অপরাজিত থাকেন। তাঁর এভারেজ হল ২৮.২০ এবং স্ট্রাইক রেট ১৭৪.১৮। তিনি মোট ১২ টি হাফ-সেঞ্চুরি করেন। এদিকে, রাসেল বল হাতেও তাঁর দক্ষতা প্রদর্শন করেছেন। তিনি IPL-এ ২৩.২৮ এভারেজে এবং ৯.৫১ ইকোনমি সহ মোট ১২৩ টি উইকেট নেন।












