বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা গ্রুপের (Tata Group) অন্তর্গত ভারতের বৃহত্তম আইটি সার্ভিস কোম্পানি TCS (টাটা কনসাল্টেসি সার্ভিস) বৃহস্পতিবার তাদের আসন্ন ডেটা সেন্টার ব্যবসার জন্য বেসরকারি ইক্যুইটি ফার্ম TPG-র সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছে।
টাটা গ্রুপের (Tata Group) অন্তর্গত TCS বড় চুক্তি সম্পন্ন করেছে:
এই ব্যবসায় দুই অংশীদার যৌথভাবে ১৮,০০০ কোটি বিনিয়োগ করবে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য যে, হাইপারভল্ট নামে একটি AI ডেটা সেন্টার ব্যবসায় TPG ১ বিলিয়ন ডলার বা প্রায় ৮,৮৭০ কোটি টাকা বিনিয়োগ করবে। এই উদ্যোগে তাদের ২৭.৫ শতাংশ থেকে ৪৯ শতাংশের মধ্যে অংশীদারিত্ব থাকবে।

কী জানিয়েছে কোম্পানি: তথ্য অনুসারে, কৌশলগত বিনিয়োগ অংশীদার হিসেবে TPG-কে আনার ফলে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) তার বিনিয়োগকারীদের আরও ভালো রিটার্ন প্রদান করতে পারবে। এটি তাদের মূলধন ব্যয় কমাতে এবং ডেটা সেন্টার প্ল্যাটফর্মের জন্য দীর্ঘমেয়াদী মূল্য তৈরি করতেও সাহায্য করবে। জানিয়ে রাখি যে, TCS গত মাসে ডেটা সেন্টার সেক্টরে প্রবেশের ঘোষণা করেছে এবং ৬.৫ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা করেছে।
আরও পড়ুন: আয় বাড়ানোর লক্ষ্যে এবার বড় পদক্ষেপের পথে ভারতীয় রেল! প্রভাবিত হবেন যাত্রীরা?
টাটা সন্সের চেয়ারম্যান কী জানিয়েছেন: এই প্রসঙ্গে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন জানিয়েছেন যে, “আমি আনন্দিত যে ভারতে বৃহৎ আকারের ডেটা সেন্টার তৈরির আমাদের যাত্রায় TPG আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। এটি হাইপারস্কেলার এবং এআই কোম্পানিগুলির সঙ্গে আমাদের অংশীদারিত্বকে আরও জোরদার করবে।”
আরও পড়ুন: ছিলেন দলের অন্যতম ভরসা! KKR থেকে মোট কত টাকা আয় করেছেন রাসেল? জানলে চমকে উঠবেন
তিনি আরও বলেন যে, এই ক্ষমতার মাধ্যমে, TCS তার ক্লায়েন্ট এবং অংশীদারদের কাছে এন্ড-টু-এন্ড AI সলিউশন সরবরাহ করার জন্য অনন্যভাবে অবস্থান করছে। এদিকে, বৃহস্পতিবার TCS-এর শেয়ারের দাম আগের দিনের তুলনায় ০.০৫ শতাংশের পতনের মাধ্যমে ৩,১৪৫.৭৫ টাকায় দাঁড়িয়েছে।












