এসআইআর স্থগিতের দাবি মমতার, কয়েক ঘণ্টায়ই পাল্টা বার্তা রাজ্যের সিইও-র, কী বললেন?

Published on:

Published on:

Mamata Banerjee Questions SIR Process
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে ভোটার তালিকার নিবিড় বিশেষ সংশোধন বা SIR নিয়ে যখন উত্তেজনা বাড়ছে, ঠিক সেই সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বেগ জানিয়ে সরাসরি নির্বাচন কমিশনে চিঠি পাঠালেন। চিঠি প্রকাশ্যে আসার ঘণ্টাখানেকের মধ্যেই রাজ্যের সিইও মনোজ আগরওয়াল জানিয়ে দিলেন যে, “রাজ্যে SIR-এর কাজ খুব ভালোভাবে চলছে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির প্রেক্ষিতে রাজ্যের সিইও-র এরকম পাল্টা দাবিতে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

SIR নিয়ে উদ্বেগ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)

রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় বিশেষ সংশোধন বা SIR প্রক্রিয়া। আর এই কাজ নিয়েই উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্বাচন কমিশনারকে সরাসরি একটি চিঠি পাঠিয়ে জানান, ‘এই প্রক্রিয়া রাজ্যে অপরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হয়েছে।’ মুখ্যমন্ত্রীর দাবি, সরকারি আধিকারিক থেকে সাধারণ মানুষ, সকলের উপরেই এই কাজের চাপ ভয় এবং বিভ্রান্তি বাড়িয়ে তুলছে।

মুখ্যমন্ত্রী এদিন কার্য তো (Mamata Banerjee) অভিযোগ করে বলেন, এসআইআর-এর কাজ এতটাই দ্রুততার সঙ্গে করা হচ্ছে যে বাস্তবে ৪ ডিসেম্বরের মধ্যে ফর্ম সংক্রান্ত সমস্ত কাজ শেষ করা প্রায় অসম্ভব। এই তাড়াহুড়োয় বুথ লেভেল অফিসারেরা বা বিএলও-রা চরম চাপে পড়ছেন। তাঁর আশঙ্কা, ভুল ফর্ম আপলোডের সম্ভাবনা বেড়ে যাচ্ছে, ফলে প্রকৃত ভোটাররা সমস্যায় পড়তে পারেন। পাশাপাশি বিএলও-দের ওপর “অমানুষিক কাজের চাপ” দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন মমতা।

চিঠিতে মমতা (Mamata Banerjee) আরও প্রশ্ন তোলেন রাজ্যের সিইও-র ভূমিকা নিয়েও। তাঁর মতে, নির্বাচন কমিশন মাঠের বাস্তব পরিস্থিতি দেখতে চাইছে না। সাহায্য করা তো দূরে, উল্টে কর্মকর্তাদের শো-কজ নোটিশ পাঠিয়ে আরও বিব্রত করা হচ্ছে।

Mamata Banerjee Questions SIR Process

আরও পড়ুনঃ পুর নিয়োগ কাণ্ডে নতুন মোড়! ইডিকে এড়িয়ে গেলেন সমুদ্র, কেন?

এদিকে, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) চিঠি প্রকাশ্যে আসার ঘণ্টাখানেকের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, “এসআইআর স্থগিত করা হবে কি না, সেটা ইসিআই-র বিষয়। সিইও শুধু নির্দেশ পালন করে। তবে এটুকু বলতে পারি কাজ খুব ভালোভাবে হচ্ছে।” রাজ্যের সিইও-র এই মন্তব্য মুখ্যমন্ত্রীর অভিযোগকে কার্যত উপেক্ষা করা হচ্ছে বলে রাজনৈতিক মহলের একাংশের মনে করছে।