মাঝপথেই নায়ক বদল! ‘চিরদিনই তুমি যে আমার’ বয়কটের ডাকের মাঝে নয়া বার্তা জিতুর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের স্টুডিও পাড়ায় এখন চর্চার কেন্দ্রে একটাই নাম, ‘চিরদিনই তুমি যে আমার’। জিতু কামাল (Jeetu Kamal) এবং দিতিপ্রিয়া রায়ের বিবাদের জেরে একাধিক বার সিরিয়ালটি শেষের গুঞ্জনও উঠেছে। সম্প্রতি শোনা গিয়েছিল, জিতু নাকি সরে দাঁড়িয়েছেন ধারাবাহিক থেকে। চলছে নতুন আর্য সিংহ রায় খোঁজার পালা। খবর প্রকাশ্যে আসা ইস্তক ক্ষোভ চরমে উঠেছে জিতুর অনুরাগীদের মধ্যে। সিরিয়ালের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে যখন চর্চা তুঙ্গে তখনই ফের একবার মুখ খুললেন জিতু।

সিরিয়াল নিয়ে নতুন আপডেট দিলেন জিতু (Jeetu Kamal)

আবারও কল টাইম পেয়েছেন অভিনেতা। না, চিরদিনই তুমি যে আমার ছেড়ে যাচ্ছেন না তিনি। বৃহস্পতিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশে একটি পোস্টে এই সুখবর দিয়েছেন তিনি। তাঁর বার্তায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা। নতুন পোস্টে কী লিখলেন জিতু?

Jeetu Kamal gave special message about serial controversy

কী লিখেছেন জিতু: অভিনেতা লিখেছেন, ‘২০০৮ থেকে আমি ক্যামেরার সামনে কাজ শুরু করি। ২০০৮ থেকে আজ ২০২৫ এর শেষ লগ্ন পর্যন্ত আমি যতটুক প্রতিষ্ঠা পেয়েছি তার ৮০% ক্রেডিট আমাদের টেকনিশিয়ান দাদা-বন্ধুদের। বাড়িয়ে বলছি না বা বিনয় দেখাচ্ছি না।সেটা আমার ফ্লোরে এসে টেকনিশিয়ানদের জিজ্ঞেস করুন। ***বিশেষত, টিভির কাজে কোনও কোনও চরিত্র ব্যাপকভাবে মানুষের মনে জায়গা করে নেয় আর সেখানে মহিলা চরিত্র-এর সংখ্যাই বেশি। কিছু কিছু ব্যতিক্রম পুরুষ চরিত্র তৈরি হয় যেমন- সাধক বামাক্ষ্যাপা, অরণ্য সিংহ রায়,মল্লার সেন ইত্যাদি।’

আরও পড়ুন : স্লট বদল হতেই TRP পতন, মাত্র কয়েক মাসেই বন্ধের মুখে জলসার নতুন মেগা!

সিরিয়ালে ফিরেছেন জিতু: এরপরেই চিরদিনই তুমি যে আমার এর প্রসঙ্গ তুলে তিনি (Jeetu Kamal) লেখেন, ‘তেমনি, জি বাংলা এবং এস ভি এফ এর প্রযোজনায় এবং অমিত সেনগুপ্তর পরিচালনায় ”আর্য সিংহ রয়” এই চরিত্রটি বহুদিন বাদে পুরুষ চরিত্র হিসেবে দারুণ ভাবে জায়গা করে নিয়েছে মানুষের মনে। এর পুরো ক্রেডিটতো লেখক, প্রযোজক,পরিচালকের আর সর্বোপরি আমার ভগবান দর্শক এর।’ এরপরেই জিতু জানান, টেকনিশিয়ান এবং দর্শকদের কথা ভেবে আবারও চিরদিনই তে ফিরতে বাধ্য হয়েছেন তিনি। জিতু বলেন, আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না বলেই তাঁর আশা।

আরও পড়ুন : জি-কে টেক্কা দিয়ে এগোলো জলসা, বিতর্কের মাঝেও চড়া TRP আর্য-অপর্ণার, শীর্ষস্থানে কে?

জিতুর এই বার্তায় উচ্ছ্বসিত অনুরাগীরা। অনেকেই মন্তব্য করেছিলেন, অভিনেতা সিরিয়াল থেকে বেরিয়ে গেলে তাঁরাও ধারাবাহিক দেখা বন্ধ করে দেবেন। আবার কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন, সিরিয়ালটি কি তবে এবার মাঝপথেই শেষ করে দেওয়া হবে? জিতু এর কোনও জবাব দেননি। মুখে কুলুপ এঁটেছেন দিতিপ্রিয়াও। আগামীতে কোন পথে এগোয় চিরদিনই তুমি যে আমার, সেটাই দেখার অপেক্ষা।