বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া দ্রুত শেষ করতে মরিয়া নির্বাচন কমিশন (Election Commission)। এই প্রস্তুতির মধ্যেই জেলা প্রশাসন ও রাজ্যের শিক্ষকদের মধ্যে বুথ লেভেল অফিসার (BLO) নিয়োগ সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও অভিযোগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল কমিশনের প্রতিনিধিদল। কাজের গাফিলতি না হলেও চলবে, আবার শিক্ষকদের অকারণে হয়রানি বরদাস্তও করা হবে না, এই দুই বার্তাই স্পষ্ট করে দিল কমিশন।
বিএলওদের কাজকর্ম নিয়ে কমিশনের (Election Commission) উচ্চপর্যায়ের বৈঠক
বুধবার নদিয়ার কৃষ্ণনগর ও মুর্শিদাবাদের বহরমপুরে পৃথক বৈঠক করেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতি নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ও অতিরিক্ত সিইও দিব্যেন্দু দাস। কমিশনের (Election Commission) নির্দেশ, নির্বাচনী কাজ অত্যন্ত সংবেদনশীল, এতে কোনও শৈথিল্য বা দায়িত্বজ্ঞানহীনতা বরদাস্ত করা হবে না। প্রতিটি পদক্ষেপ নিয়ম মেনে ও সময়মতো সম্পন্ন করতে হবে।
শিক্ষাকর্মী বিএলওদের হয়রানির অভিযোগে কড়া সতর্কতা
কমিশনে (Election Commission) একাধিক অভিযোগ জমা পড়েছে যে, বিএলও হিসেবে নিযুক্ত শিক্ষকদের স্কুল থেকে ফর্ম বিলি বা জমা দেওয়ার কাজে বেরোলে অনেক ক্ষেত্রে ‘অনুপস্থিত’ দেখিয়ে দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে প্রধান শিক্ষক বা ম্যানেজিং কমিটির সদস্যরা তাঁদের উপর অতিরিক্ত চাপ তৈরি করছেন বলেও অভিযোগ।
এই পরিস্থিতিতে কমিশনার জ্ঞানেশ ভারতি জেলা প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেন যে, বিএলওর কাজে গিয়ে যাতে কোনও শিক্ষক নিজের স্কুলে প্রতিকূল পরিস্থিতির মুখে না পড়েন, জেলা প্রশাসনকে বিশেষ নজরদারি চালাতে হবে।
এছাড়া, প্রধান শিক্ষক বা ম্যানেজিং কমিটির কেউই যেন বিএলওদের কাজে বাধা বা অযথা ‘বিরক্তি’ তৈরি না করেন, তা নিশ্চিত করতে হবে।
শিক্ষকদের স্বস্তি দেওয়ার পাশাপাশি কমিশন (Election Commission) কড়া বার্ত দিয়ে বলে যে, যে কোনও ধরণের দায়িত্বে অবহেলা চলবে না। যে বিএলওরা কাজ ঠিকমতো করছেন না বা ভোটার তালিকা সংশোধনে গাফিলতি করছেন, তাঁদের বিরুদ্ধেও প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ, সুবিধা যেমন দেওয়া হচ্ছে, তেমনই কাজের জবাবদিহিও কড়ায়-গণ্ডায় নিতে চাইছে কমিশন।
এ দিন বৈঠকে সার্ভার বিভ্রাট, অ্যাপ সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যা নিয়েও কথা হয় এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। কমিশনের নির্দেশ আগামী ২৬ তারিখের মধ্যেই ভোটার তালিকা সংশোধনের সমস্ত কাজ শেষ করতে হবে।
ভোটার তালিকা সংশোধনের বর্তমান পরিসংখ্যান
- মোট এনুমারেশন ফর্ম বিলি: ৭,৬৪,১১,০৮৩ (৯৯.৭%)
- বাকি ফর্ম: সামান্য বেশি ২.২৬ লক্ষ
- জমা পড়া ডিজিটাইজড ফর্ম: ১,৪১,২১,২০২

আরও পড়ুনঃ বেআইনি নির্মাণ রেগুলারাইজেশনে আয় সাড়ে ৩৪ কোটি, রেকর্ড আয় পুরসভার
কমিশনের (Election Commission) এই দ্বিমুখী কড়া নির্দেশ, যথা- একদিকে শিক্ষকদের সুরক্ষা, অন্যদিকে কাজের গতি বজায় রাখার কৌশল, এই দুই নির্দেশ আগামী কয়েক দিনে এসআইআর প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন হবে বলেই আশা করছে প্রশাসন।












